নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.) : এনএইচপিসি লিমিটেড ভারতের শীর্ষস্থানীয় জলবিদ্যুৎ কোম্পানি, 'পিআরএসআই' জাতীয় পুরস্কার, ২০২৩ জিতেছে। 'পিআরএসআই' জাতীয় পুরস্কার ২০২৩'-এর 'বার্ষিক প্রতিবেদন' বিভাগের অধীনে এনএইচপিসি দ্বিতীয় পুরস্কার জিতেছে।
২০২৩ সালের ২৫ থেকে ২৭ নভেম্বর নয়াদিল্লিতে পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া (পিআরএসআই)-র আয়োজিত আন্তর্জাতিক জনসংযোগ উৎসবে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারটি এনএইচপিসি-এর বার্ষিক রিপোর্ট ২০২২-২৩ অনুযায়ী প্রদান করা হয়েছে। কাজের পরিকল্পনার সামগ্রিক ভালো মান, কর্মক্ষমতা এবং শ্রেষ্ঠত্বকে বিচার করে এই পুরস্কার প্রদান করা হয়েছে।