Business

1 year ago

Indian Railways: ভারতীয় রেলে যাত্রার সময় প্রবীণ নাগরিকদের জন্য নয়া সুবিধা

Benefits for senior citizens in Indian Railway (File Picture)
Benefits for senior citizens in Indian Railway (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পরিবহনে ভারতীয় রেলের ভূমিকা অনস্বীকার্য। ভারতীয় রেলে ব্যাপক পরিবর্তন এসেছে সাম্প্রতিক বছরগুলিতে। প্রবীণ নাগরিকদের জন্য নানান সুবিধা করেছে ভারতীয় রেল। সেগুলি কি কি? 

লোয়ার বার্থ সুবিধা:

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে, প্রবীণ নাগরিকরা নিশ্চিত নিচের বার্থের সুবিধা পান। এর জন্য রেলের আলাদা নিয়ম রয়েছে। যেখানে প্রবীণ নাগরিকদের মধ্যে, 45 বছরের বেশি বয়সী মহিলারা নিচের বার্থ নির্বাচন না করেই নিচের বার্থের আসন পাবেন।

সংরক্ষিত লোয়ার বার্থ: 

নিয়ম অনুসারে, মহিলা প্রবীণ নাগরিক এবং গর্ভবতী মহিলাদের জন্য স্লিপার ক্যাটাগরিতে 6টি নিচের বার্থ সংরক্ষিত করা হয়েছে। এর সঙ্গে 3 টিয়ার এসির প্রতিটি কোচে চারটি থেকে পাঁচটি নিচের আসন সংরক্ষিত থাকে। 2 টিয়ার এসির প্রতিটি কোচে তিনটি থেকে চারটি নিচের বার্থ সংরক্ষিত রয়েছে।

রেলস্টেশনে হুইলচেয়ারের ব্যাবস্থাঃ 

শিরভাগ প্রধান রেলস্টেশনে প্রবীণ নাগরিকদের জন্য হুইলচেয়ার সুবিধা রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজারের কাছে একটি হুইলচেয়ার দাবি করতে পারেন। অনুরোধের ভিত্তিতে একটি হুইলচেয়ার পাওয়া যাবে। এর জন্য আপনাকে পোর্টারকে কিছু টাকা দিতে হতে পারে। 

সুবিধাগুলি পেতে প্রবীণ নাগরিকদেরকে  www.irctc.co.in-এ লগ ইন করে অনলাইন বুকিং করতে হবে। 60 বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং 58 বছর বা তার বেশি বয়সী মহিলাদের প্রবীণ নাগরিকরা এই নিয়মের অন্তর্ভুক্ত। অতীতে পুরুষ প্রবীণ নাগরিকরা ভারতীয় রেলের ভাড়ায় 40 শতাংশ ছাড় পেতেন। যেখানে মহিলা প্রবীণ নাগরিকরা ভাড়ায় 50 শতাংশ ছাড় পেতেন। 

You might also like!