Business

8 months ago

Multibagger Railway Stocks: তরতরিয়ে বৃদ্ধি পেল একাধিক রেলের স্টক, এই শেয়ারের দাম বাড়ল 11%

Multibagger Railway Stocks
Multibagger Railway Stocks

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ  সেই ট্রেন্ড বজায় রাখল ভারতীয় রেলের সঙ্গে যুক্ত কোম্পানিগুলির স্টক। এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ইন্ট্রা-ডে ট্রেডে ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন (IRFC), রেল বিকাশ নিগম (RVNL), ইরকন ইন্টারন্যাশনাল, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (IRCTC) এবং রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার স্টক 11 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। রাষ্ট্রায়ত্ত রেলওয়ে স্টকগুলির মধ্যে রেলটেল কর্পোরেশন (RailTel Corporation) ছিল টপ গেনার। এদিন কোম্পানিটির শেয়ার ইন্ট্রা-ডে ট্রেডে 11.4 শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছয় 442 টাকায়।

জানা গিয়েছে, সম্প্রতি কোম্পানিটি 2023-24 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ফল প্রকাশ করেছে। ওই ত্রৈমাসিকে সংস্থাটির কর বাদ দিয়ে মুনাফা হয়েছে 62 কোটি টাকা। 2022-23 সালের তৃতীয় কোয়ার্টারে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল 32 কোটি টাকা। অর্থাৎ বার্ষিক নিরিখে মুনাফার পরিমাণ প্রায় 94 শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে।

2023-24 সালের তৃতীয় কোয়ার্টারে এই কোম্পানির পরিচালন বিভাগ থেকে আয় বার্ষিক নিরিখে প্রায় 47 শতাংশ বেড়ে হয়েছে 668 কোটি টাকা। এদিকে কোম্পানিটির দ্বিতীয়ের তুলনায় তৃতীয় কোয়ার্টারে এই আয় বেড়েছে প্রায় 12 শতাংশ। জানা গিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বরে কোম্পানিটির মোট আয় হয়েছে 675 কোটি টাকা।

সম্প্রতি রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া JNVs Schools-এ পিএম শ্রী স্কিমের অধীনে ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার এবং আইটি সলিউশনস সরবরাহের জন্য নবোদয় বিদ্যালয় সমিতির কাছ থেকে বরাত পেয়েছে। এই অর্ডারের পরিমাণ 162.73 কোটি টাকা।

বিশ্লেষকদের মতে, রেলটেল কর্পোরেশনের ডিসেম্বর কোয়ার্টারের ফল ছাড়াও রেলের স্টকগুলিতে লম্বা বৃদ্ধি দেখা গিয়েছে। এর নেপথ্যে রয়েছে বাজেটে রেলের পরিকাঠামোর উন্নয়নে নতুন করে বিনিয়োগের সম্ভাবনা। এই অনুমানের উপর ভর করেই লাফিয়ে বাড়ছে রেলের স্টকগুলি।এদিন NSE-তে ইন্ট্রা-ডে ট্রেডে IRCON International-এর শেয়ারের দাম প্রায় 4.5 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছিল 252 টাকা। জানুয়ারি মাসে এই স্টকটি প্রায় 44 শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত এক বছরের নিরিখে স্টকটিতে বিনিয়োগকারীরা পেয়েছেন 325 শতাংশের বেশি রিটার্ন।এদিকে আজ ইন্ট্রা-ডে ট্রেডে IRFC-এর শেয়ারের মূল্য প্রায় 4 শতাংশ বেড়ে হয়েছে 178 টাকা। এদিন কোম্পানিটির মার্কেট ক্যাপ 2.25 লক্ষ কোটি টাকা পেরিয়ে যায়। গত এক মাসে এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় 80 শতাংশ। এক বছরে শেয়ারটিতে বিনিয়োগকারীরা পেয়েছেন 441% রিটার্ন। আজ রেল বিকাশ নিগমের (RVNL) শেয়ারও বৃদ্ধি পেয়েছে। এদিন ইন্ট্রা-ডে ট্রেডে শেয়ারটির দাম বেড়েছে প্রায় 3.7 শতাংশ। গত বারো মাসে এই শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে 300 শতাংশ।

You might also like!