Business

6 months ago

Milk Price hike by Amul: দেশজুড়ে দুধের দাম বাড়ালো আমূল, কার্যকর সোমবার থেকেই

Milk prices across the country have been drastically increased
Milk prices across the country have been drastically increased

 

আনন্দ, ৩ জুন: দেশজুড়ে দাম বাড়লো দুধের। আমূলের তরফে দুধের দাম লিটার প্রতি দু' টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকেই দেশজুড়ে কার্যকর দুধের নতুন দাম।

গুজরাট কো–অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, দেশজুড়ে দুধের দাম লিটার প্রতি দু' টাকা করে বাড়ানো হচ্ছে। সোমবার থেকে এই নতুন দাম কার্যকর হবে। আমূল গোল্ড, আমূল শক্তি, আমূল টি স্পেশাল- সমস্ত দুধেরই দাম লিটার প্রতি দু' টাকা করে বাড়ছে এদিন থেকে।

দুধ উৎপাদন সমবায়ের তরফে জানানো হয়েছে, ৩-৪ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। দুধ উৎপাদন ও বন্টনের খরচের উপরে ভিত্তি করেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ ২ টাকা করে দুধের দাম বাড়ানো হয়েছিল।


You might also like!