Business

1 year ago

State Bank Of India : বড়দিনের উৎসবের আগেই চাপে মধ্যবিত্ত, ঋণের সুদ বাড়াল ভারতীয় স্টেট ব্যাঙ্ক

State Bank Of India
State Bank Of India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মধ্যবিত্তের বড়দিনের উৎসব তেতো করে দিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক।  ফের একবার গাড়ি-বাড়ির ঋণের হার বাড়াল ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত এই ব্যাঙ্ক। এদিন বেসসি পয়েন্ট পাঁচ থেকে ১০ করা হয়েছে। ফলে সব সুদের ক্ষেত্রেই ইএমআই কমবেশি বাড়বে। এর ফলে স্টেট ব্যাঙ্কের লক্ষ লক্ষ ঋণগ্রাহক বাড়তি চাপে পড়তে পারেন।

এক বিবৃতিতে ভারতীয় স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, মেয়াদি ঋণে সুদের হার ৮.১৫ শতাংশ থেকে বাড়িতে ৮.২০ শতাংশ করা হয়েছে। ছয় মাসের মেয়াদি ঋণে সুদ ৮.৪৫ থেকে ৮.৫৫ শতাংশ হচ্ছে। এক বছরের ঋণে সুদের হারও ৮.৫৫ শতাংশ থেকে ৮.৬৫ শতাংশ করা হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের উপর নির্ভর করে ব্যাঙ্কগুলির সুদ নেওয়ার হার। গত পাঁচ দফায় এখনও রেপো রেট বাড়ায়নি ভারতের শীর্ষ ব্যাঙ্ক। তারপরেও কেন ভারতীয় স্টেট ব্যাঙ্ক ঋণের হার বাড়াল, তার ব্যাখা নেই অর্থনীতিবিদদের কাছে।


You might also like!