দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড় দিনের আগে থেকে নতুন বছরের শুরু পর্যন্ত এ রাজ্যে মদ বিক্রির পরিসংখ্যান শুনলে চোখ কপালে উঠবে আপনার।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, ২০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কমবেশি এক হাজার কোটি টাকার মদ বিক্রি হয়েছে। চলতি আর্থিক বছরের (২০২২-২৩) শুরু থেকে এখনও পর্যন্ত মদ বিক্রির পরিমাণ প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা। বিদেশি মদের বিক্রি বেড়েছে অন্তত ২০-২২%। গত আর্থিক বছর কমবেশি সাড়ে ১৬ হাজার কোটি টাকা আয় হয়েছিল। ফলে আর্থিক বিশেষজ্ঞদের অনেকের অনুমান, চলতি আর্থিক বছরে আবগারি বাবদ আয় গত বছরকেও ছাপিয়ে যেতে পারে। কারণ, এখনও চলতি আর্থিক বছরের প্রায় তিন মাস বাকি রয়েছে।
বিশেষজ্ঞদের অনেকে জানাচ্ছেন, ই-আবগারি বা অনলাইনে গোটা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা শুরু হওয়ার পর থেকে সরকারের আয় বেড়েছে অনেকটা। পাশাপাশি, মদের প্রতিটি ফোঁটা করের আওতায় আসাতেও আগের তুলনায় অনেক বেশি আয় বেড়েছে। এমনিতেই উৎসবের মরসুমে মদের চাহিদা কিছুটা বাড়ে। তবে তাকে অস্বাভাবিক বৃদ্ধি মানতে নারাজ সংশ্লিষ্ট মহল।