দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি মাসে ব্যস্ত থাকতে চলেছে প্রাইমারি মার্কেট। মাস জুড়েই একের পর এক কোম্পানি স্টক এক্সচেঞ্জগুলিতে ডেবিউ করবে। আগামী সপ্তাহেও কয়েকটি কোম্পানি বাজারে আইপিও লঞ্চ করতে চলেছে। এগুলির মধ্যে তিনটি রয়েছে মেনবোর্ড সেগমেন্টে। জানা গিয়েছে, মেনবোর্ড সেগমেন্টে RK Swamy, JG Chemicals, এবং Gopal Snacks বাজারে তাদের আইপিও লঞ্চ করবে। এই কোম্পানিগুলি বাজার থেকে মোট 1324 কোটি টাকা সংগ্রহ করবে। এদিকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিভাগে VR Infraspace, Sona Machinery, Shree Karni fabcom এবং Pune E-Stock Broking -এর সাবস্ক্রিপশন আগামী সপ্তাহে শুরু হবে। নতুন আইপিও-র সাবস্ক্রিপশনের পাশাপাশি আটটি নতুন সংস্থা বাজারে তালিকাভুক্ত হতে চলেছে। গত সপ্তাহে এই কোম্পানিগুলির আইপিও-র সাবস্ক্রিপশন পর্ব চলেছে।
আগামী সপ্তাহে কোন কোন সংস্থার আইপিও বাজারে আসছে?
RK Swamy IPO
বিপণন পরিষেবা প্রদানকারী সংস্থা RK Swamy -এর আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে 4 মার্চ। তিন দিন ধরে কোম্পানিটির আইপিও-র সাবস্ক্রিপশন চলবে। 6 মার্চ পর্যন্ত আপনি বিড করতে পারবেন। সংস্থাটি বাজার থেকে 423 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। এই কোম্পানির আইপিও-র শেয়ারের দাম রয়েছে 270-288 টাকা। এই কোম্পানির একটি লটে রয়েছে 50 টি শেয়ার। অর্থাৎ ন্যূনতম 50 টি শেয়ারের জন্য বিড করতে হবে।
JG Chemicals IPO
কলকাতা কেন্দ্রিক এই জিঙ্ক অক্সাইড কোম্পানি ইতিমধ্যে নিজেদের শেয়ারের প্রাইস ব্যান্ড নির্ধারণ করেছে। কোম্পানিটির প্রতি শেয়ারের দাম থাকছে 210 থেকে 221 টাকা। কোম্পানিটির শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে 5 মার্চ। এই কোম্পানি গত বছরের মার্চে সেবির কাছ থেকে আইপিও এগিয়ে নিয়ে যাওয়ার অনুমোদন পেয়েছিল।
Gopal Snacks IPO
মুখরোচক কোম্পানি গোপাল স্ন্যাকস আগামী সপ্তাহে আইপিও লঞ্চ করতে চলেছে। কোম্পানিটির আইপিও-র প্রাইস ব্যান্ড রয়েছে 381 থেকে 401 টাকা। বুধবার, 6 মার্চ সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে। 11 মার্চ পর্যন্ত আপনি এই কোম্পানির আইপিও-তে বিডের সুযোগ পাবেন। এই কোম্পানির আইপিও-তে অফার ফর সেলের অংশ রয়েছে। কোম্পানির শেয়ারহোল্ডাররা অফার ফর সেলে তাঁদের কাছে থাকা প্রায় 650 কোটি টাকার শেয়ার বিক্রি করবেন।