Breaking News
 
Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা! Tirumala Tirupati Temple: ধর্মীয় শৃঙ্খলাভঙ্গ নাকি খ্রিস্টধর্মের প্রচার? তিরুপতি মন্দিরের আধিকারিক সাসপেন্ড, উঠছে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন! Alia Bhatt: পরিকল্পিতভাবে ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! আলিয়ার কোটি টাকার প্রতারণা কাণ্ডে গ্রেফতার ঘনিষ্ঠ সহকারী SSC Scam: নতুন এসএসসি নিয়োগে আপত্তি, ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিপ্রার্থী একাংশ NRC notice to West Bengal resident: “এনআরসি চাপাতে চাইছে বিজেপি” — দিনহাটায় বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর Shamik Bhattacharya: মুখ্যমন্ত্রী পদে বিজেপির মুখ কে?শমীকের উত্তর ঘুরপাক খেল দলীয় সিদ্ধান্তে!

 

Business

1 year ago

IPO Calendar Next Week: বাজারে আসছে সাতটি নতুন কোম্পানির আইপিও, আগামী সপ্তাহে আটটি সংস্থার তালিকাভুক্তি

IPO Calendar Next Week
IPO Calendar Next Week

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি মাসে ব্যস্ত থাকতে চলেছে প্রাইমারি মার্কেট। মাস জুড়েই একের পর এক কোম্পানি স্টক এক্সচেঞ্জগুলিতে ডেবিউ করবে। আগামী সপ্তাহেও কয়েকটি কোম্পানি বাজারে আইপিও লঞ্চ করতে চলেছে। এগুলির মধ্যে তিনটি রয়েছে মেনবোর্ড সেগমেন্টে। জানা গিয়েছে, মেনবোর্ড সেগমেন্টে RK Swamy, JG Chemicals, এবং Gopal Snacks বাজারে তাদের আইপিও লঞ্চ করবে। এই কোম্পানিগুলি বাজার থেকে মোট 1324 কোটি টাকা সংগ্রহ করবে। এদিকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিভাগে VR Infraspace, Sona Machinery, Shree Karni fabcom এবং Pune E-Stock Broking -এর সাবস্ক্রিপশন আগামী সপ্তাহে শুরু হবে। নতুন আইপিও-র সাবস্ক্রিপশনের পাশাপাশি আটটি নতুন সংস্থা বাজারে তালিকাভুক্ত হতে চলেছে। গত সপ্তাহে এই কোম্পানিগুলির আইপিও-র সাবস্ক্রিপশন পর্ব চলেছে।

আগামী সপ্তাহে কোন কোন সংস্থার আইপিও বাজারে আসছে?

RK Swamy IPO

বিপণন পরিষেবা প্রদানকারী সংস্থা RK Swamy -এর আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে 4 মার্চ। তিন দিন ধরে কোম্পানিটির আইপিও-র সাবস্ক্রিপশন চলবে। 6 মার্চ পর্যন্ত আপনি বিড করতে পারবেন। সংস্থাটি বাজার থেকে 423 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। এই কোম্পানির আইপিও-র শেয়ারের দাম রয়েছে 270-288 টাকা। এই কোম্পানির একটি লটে রয়েছে 50 টি শেয়ার। অর্থাৎ ন্যূনতম 50 টি শেয়ারের জন্য বিড করতে হবে।

JG Chemicals IPO

কলকাতা কেন্দ্রিক এই জিঙ্ক অক্সাইড কোম্পানি ইতিমধ্যে নিজেদের শেয়ারের প্রাইস ব্যান্ড নির্ধারণ করেছে। কোম্পানিটির প্রতি শেয়ারের দাম থাকছে 210 থেকে 221 টাকা। কোম্পানিটির শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে 5 মার্চ। এই কোম্পানি গত বছরের মার্চে সেবির কাছ থেকে আইপিও এগিয়ে নিয়ে যাওয়ার অনুমোদন পেয়েছিল।

Gopal Snacks IPO

মুখরোচক কোম্পানি গোপাল স্ন্যাকস আগামী সপ্তাহে আইপিও লঞ্চ করতে চলেছে। কোম্পানিটির আইপিও-র প্রাইস ব্যান্ড রয়েছে 381 থেকে 401 টাকা। বুধবার, 6 মার্চ সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে। 11 মার্চ পর্যন্ত আপনি এই কোম্পানির আইপিও-তে বিডের সুযোগ পাবেন। এই কোম্পানির আইপিও-তে অফার ফর সেলের অংশ রয়েছে। কোম্পানির শেয়ারহোল্ডাররা অফার ফর সেলে তাঁদের কাছে থাকা প্রায় 650 কোটি টাকার শেয়ার বিক্রি করবেন।

You might also like!