Business

1 year ago

Share markets colsed today - রাম নবমী উপলক্ষে আজ বন্ধ থাকছে ভারতীয় শেয়ার বাজার

sharemarket
sharemarket

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : সারা দেশে রাম নবমী উৎসব উদযাপিত হওয়ার কারণে, আজ শেয়ার বাজারে কোন কেনা বেচার ব্যবস্থা থাকবে না। BSE-এর অফিসিয়াল ওয়েবসাইট — bseindia.com-এ উপলব্ধ তথ্য অনুসারে, BSE (Bombay Stock Exchange) এবং NSE (NSE (ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ) এ লেনদেন মঙ্গলবার অর্থাৎ ৩০ শে মার্চ ২০২৩ তারিখে রাম নবমী উৎসবের জন্য বন্ধ থাকবে। সুতরাং, যারা আজ শেয়ার বাজার খোলা আছে কি না বিভ্রান্ত, তাদের জানানো হচ্ছে যে আজ NSE এবং BSE-তে কোনও কেনা বেচা হবে না।


স্টক মার্কেট ছুটির তালিকা ২০২৩ অনুযায়ী, যা উপরে উল্লিখিত BSE ওয়েবসাইটে পাওয়া যায়, আজ ইক্যুইটি , ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্ট এবং SLB সেগমেন্টে কোনও কাজ হবে না। কারেন্সি ডেরিভেটিভ সেগমেন্টে ট্রেডিংও আজ স্থগিত থাকবে।

You might also like!