দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জিন্দাল গ্রুপের কর্নধার সাবিত্রী জিন্দাল। দেশের ধনী মহিলার তালিকার শীর্ষে এই মহিলা। সুত্র মারফত জানা গিয়েছে, 30 বিলিয়ান ডলারের সম্পত্তি রয়েছে তাঁর। 73 বছরের সাবিত্রী জিন্দালের কোটিপতি হয়ে ওঠার গল্প রূপকথার চেয়ে কম নয়। 1970-এ জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা ওমপ্রকাশ জিন্দালের সঙ্গে বিয়ে হয় তাঁর। চার হাত এক হওয়ার পর থেকে ঘর সংসার সামলাতেন তিনি।
কিন্তু 2005-এ বদলে যায় সাবিত্রী জিন্দালের জীবন। ওই বছর মৃত্যু হয় তাঁর স্বামীর। এর পরই ব্যবসার হাল ধরতে হয় তাঁকে। তিল তিল করে গড়ে তোলা স্বামীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের গায়ে কোনও আঁচ লাগতে দেননি তিনি। উল্টে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছেন।
ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ধনীতম শিল্পপতিদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সাবিত্রী জিন্দাল। তাঁর সামনে আছেন মুকেশ আম্বানি, গৌতম আদানি ও শিব নাদারে। সম্প্রতি একদিনে তাঁর সম্পত্তির পরিমাণ 175 মিলিয়ান মার্কিন ডলার বেড়ে যায়। ফোর্বসের দাবি, মোট 28.9 বিলিয়ান ডলারের সম্পত্তি রয়েছে তাঁর। যা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লাখ কোটি টাকা।