দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরে বন্ধ হচ্ছে Gpay, PhonePe-র বহু অ্যাকাউন্ট। 31 ডিসেম্বর পর্যন্ত এক বছরেরও বেশি সময় ধরে লেনদেন না হওয়া UPI আইডিগুলিকে নিষ্ক্রিয় করতে নির্দেশ দেওয়া হয়েছে।অনেক ক্ষেত্রেই দেখা যায়, UPI ব্যবহারকারীরা তাঁদের পুরনো ফোন নম্বর বদলে আবার নতুন নম্বর দিয়ে UPI খোলেন, সেক্ষেত্রে পুরনো নম্বরে UPI অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকলেও, লেনদেন থাকে না। এমন অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) এর নিয়ম অনুসারে টেলিকম সংস্থাগুলি 90 দিন পরে কোনও নতুন গ্রাহককে, নিষ্ক্রিয় হওয়া মোবাইল নম্বর ইস্যু করতে পারে। এরফলে, ব্যবহারকারী যদি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর বদলে না ফেলেন, তবে UPI এর যুগে, একজনের ফোন নম্বরে পাঠানো টাকা, অন্য ব্যক্তির কাছে চলে যেতে পারে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে নির্দেশ দিয়েছে সরকার।
Google Pay, PhonePe, Paytm বা অন্য যেকোন অ্যাপ সহ যেকোনও UPI অ্যাপের ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে তাদের আইডিতে এক বছরের মধ্যে কোনও লেনদেন হয়েছে। পাশাপাশি, UPI আইডিগুলো কোন নম্বরে খোলা হয়েছে, তাও যাচাই করে নিতে হবে। সেই নম্বর এখনও ব্যবহার করছেন কিনা, তা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।
NPCI সার্কুলার টিপিএপি এবং পিএসপি ব্যাঙ্কগুলিকে UPI আইডি, সংশ্লিষ্ট UPI নম্বর এবং গ্রাহকদের ফোন নম্বর পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে। যে নম্বরগুলোর UPI আইডি থেকে এক বছরের জন্য কোনও আর্থিক বা অ-আর্থিক লেনদেন করা হয়নি, সর্বাগ্রে সেই মোবাইল নম্বরগুলোর সংযোগ UPI এর সঙ্গে বিচ্ছিন্ন করা হবে। যদিও পরবর্তীতে কোনও ব্যক্তি যদি আবার UPI অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চান, সেক্ষেত্রে তাদের UPI অ্যাপে আবার রেজিস্ট্রেশন করতে হবে, এবং নিজেদের UPI পিন ব্যবহার করে লেনদেন চালিয়ে যেতে পারবে।