দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছরখানেকের মধ্যে ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে টেক জায়ান্ট গুগল। সংস্থার তরফে সরাসরি এবিষয়ে কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফত খবর, প্রায় সবকিছুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করতে চলেছে তারা। এবং যার সুফলও মিলছে হাতেনাতে। সেকারণেই কর্মী ছাঁটাইয়ের ভাবনাচিন্তা করা হয়েছে।
প্রাথমিকভাবে যে সব কর্মীরা অ্যাড সেলস বিভাগে কর্মরত রয়েছেন তাঁদের ছাঁটাই করা হতে পারে। কারণ AI প্রযুক্তির ব্যবহারেই যাবতীয় কাজ সম্পন্ন হচ্ছে। সেকারণে ওই বিভাগটিকেই প্রথম টার্গেট করেছে টেক জায়েন্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক এই সংস্থার সঙ্গে কর্মরত অনেকেই জানিয়েছেন, শুধু অ্য়াড সেলস নয়, অন্য বিভিন্ন বিভাগেও AI পদ্ধতি ব্যবহার শুরু করেছে Google। এবং নতুন প্রযুক্তি প্রয়োগে কাজের যেমন সুবিধা হচ্ছে তেমনই কর্মী সংকোচনের রাস্তাতেও হাঁটছে। ফলে গুগলে কর্মরত হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত।