দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃচৈত্র মাস থেকেই সোনার দামে আগুন । প্রায় প্রতিদিনই রেকর্ড হারে বেড়ে চলেছে দাম । তবে, স্বস্তির খবর । অবশেষে দাম কমল সোনার । রুপোর দামেও কোনও পরিবর্তন হয়নি ।
সোনার দাম
১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমেছে ৮০ টাকা । নতুন দাম হয়েছে ৫৫ হাজার ৬৮০ টাকা
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমেছে ১০০ টাকা । কলকাতায় এই পরিমাণ গহনা সোনার দাম ৬৮ হাজার ৫০ টাকা
পাকা সোনার দামও কমেছে । ২৪ ক্য়ারেট ১০ গ্রামের দামও ১০০ টাকা কমেছে । নতুন দর হয়েছে ৭৪,২৪০ টাকা
রুপোর দর
রুপোর দর আজও অপরিবর্তিত । কলকাতায় এদিন এক কেজি রুপোর বাটের দাম হয়েছে ৮৬,৫০০ টাকা ।