Business

5 months ago

Gold Price:সোনার দর অপরিবর্তিত, দাম কমলো রুপোর

Gold Price
Gold Price

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃলক্ষীবরে  অপরিবর্তিতই রইলো সোনার দর। এদিন ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৬৭,১০০ টাকা। ১০০ গ্রামের দাম ৬,৭১,০০০ টাকা। এছাড়া ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৭৩,২০০ টাকা এবং ১০০ গ্রামের দাম ৭,৩২,০০০ টাকা। আর ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫৪,৯০০ টাকা এবং ১০০ গ্রামের দাম ৫,৪৯,০০০ টাকা।

তবে এদিন দাম কমেছে রুপোর। জানা গিয়েছে, ১০০ গ্রাম রুপোর দাম ৬০ টাকা কমে বিক্রি হচ্ছে ৯৪৫০ টাকায়। এক কেজিতে ৬০০ টাকা অবধি কমে রুপো বিক্রি হচ্ছে ৯৪,৫০০ টাকায়।

You might also like!