দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। গত বছর হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর থেকে বিপুল লোকসানের মুখে পড়ে কোম্পানি। জানুয়ারিতে এক লপ্তে সামগ্রিক অর্থের ৩৪ শতাংশের বেশি খুইয়ে ফেলেন গৌতম আদানি। যদিও ফের স্বমহিমায় আদানি গ্রুপের চেয়ারম্যান।
Reliance Industries-এর চেয়ারম্যান মুকেশ আম্বানিকে টপকে ভারত ও এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি এখন গৌতম আদানি। Bloomberg Index এই তথ্য সামনে এনেছে। Bloomberg-এর Global Billionaires Index-এ এই মুহূর্তে আদানি রয়েছেন ১২ নম্বর স্থানে, অন্যদিকে আম্বানি রয়েছেন তাঁর পরেই অর্থাৎ ত্রয়োদশ স্থানে।
আজ ৫ জানুয়ারি দাঁড়িয়ে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ৯৭.৬ বিলিয়ন ডলার। এক ধাপ নীচে থাকা মুকেশ আম্বানির রয়েছে, ৯৭ বিলিয়ন ডলারের সম্পত্তি। এই অর্থবর্ষে ভারতে আর্থিকভাবে লাভবানদের মধ্যে অন্যতমও আদানি।
আদানি-হিন্ডেনবার্গ মামলায় (Adani-Hindenburg Case) আপাত স্বস্তি মিলেছে আদানি গোষ্ঠীর (Adani Group)। বুধবার এই মামলার রায়ে শীর্ষ আদালত (Supreme Court) বলে, 'SEBI থেকে SIT-তে এই মামলা স্থানান্তর করার কোনও ভিত্তি নেই।' তবে এই মামলার সঙ্গে জড়িত বাকি কেস তিন মাসের মধ্যে সম্পূর্ণ করতে বলেছে সুপ্রিম কোর্ট।