Breaking News
 
Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা! Tirumala Tirupati Temple: ধর্মীয় শৃঙ্খলাভঙ্গ নাকি খ্রিস্টধর্মের প্রচার? তিরুপতি মন্দিরের আধিকারিক সাসপেন্ড, উঠছে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন! Alia Bhatt: পরিকল্পিতভাবে ৭৭ লক্ষ টাকা আত্মসাৎ! আলিয়ার কোটি টাকার প্রতারণা কাণ্ডে গ্রেফতার ঘনিষ্ঠ সহকারী SSC Scam: নতুন এসএসসি নিয়োগে আপত্তি, ডিভিশন বেঞ্চে গেলেন চাকরিপ্রার্থী একাংশ

 

Business

1 year ago

PAYTM Employees: যে কোনও মুহূর্তে কাজ হারানোর ভয় ! বিভিন্ন সংস্থায় চাকরি চেয়ে আবেদন পেটিএম কর্মীদের

PAYTM
PAYTM

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  চাকরি খুঁজছেন পেটিএম-এর কর্মীরা । বিভিন্ন সংস্থায় শ'য়ে শ'য়ে সিভি জমা পড়েছে কর্মীদের । জানা গিয়েছে, গত এক সপ্তাহে প্রায় ৩০০ থেকে ৪০০ সিভি জমা পড়েছে অন্যান্য সংস্থায় । সম্প্রতি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে । সেক্ষেত্রে যে কোনও মুহূর্তে চাকরি হারানোর আতঙ্কে ভুগছেন সংস্থার কর্মীরা ।

সংস্থার সিইও কী বলছেন ?

পেটিএম-এর সিইও বিজয় শেখর শর্মা জানিয়েছেন, সংস্থার ভবিষ্যত নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন । বহু কর্মী এমন রয়েছেন, যাঁরা কম বেতন নিতেও রাজি, কিন্তু,তাঁদের একটাই আবেদন, চাকরিটা যেন থাকে । বিজয় শেখর শর্মার আরও দাবি, কোনও কর্মী চাকরি হারাননি । পেটিএম-এর কর্মীদের চাকরি সুরক্ষিত রয়েছে ।

কিন্তু, এদিকে, চাকরি হারানোর আতঙ্ক দিন দিন বাড়ছে কর্মীদের মধ্যে । তাই বিভিন্ন সংস্থায় প্রতিদিন প্রচুর চাকরির আবেদন জমা পড়ছে । সম্প্রতি, MyRCloud-এর দাবি অনুযায়ী, পেটিএম সংস্থার কর্মীদের বহু বায়োডাটা তাঁদের সংস্থায় জমা পড়েছে ।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞা

পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অৎ ইন্ডিয়া । অভিযোগ, কেওয়াইসি-র তথ্যে প্রচুর দুর্নীতি হয়েছে । তাই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।


You might also like!