Business

11 months ago

Flipkart Layoff: ফ্লিপকার্টে ফের কর্মীছাঁটাইয়ের সম্ভাবনা, চাকরি হারাতে পারেন প্রায় ১ হাজার কর্মী

Flipkart Layoff
Flipkart Layoff

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের কর্মী ছাঁটাই করতে চলছে দেশের অন্যতম বড় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট। চলতি আর্থিক বছরের শেষেই মোট কর্মীর ৫ শতাংশ ছাঁটাই করা হবে। এর ফলে প্রায় এক হাজার জন কর্মচারীর চাকরি হারাবেন। এমনটাই আশঙ্কা করছেন অনেকে। যদিও ফ্লিপকার্টের তরফে এখনও নির্দিষ্ট করে ছাঁটাই করা কর্মীর সংখ্যা জানানো হয়নি।

কেন ছাঁটাই

বর্তমানে প্রায় ২২ হাজার কর্মচারী রয়েছে ফ্লিপকার্টে। মূলত বছরের শেষে পারফরম্যান্স রিভিউয়ের পর এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন AI এবং অটোমেশনের কারণে কর্মী সংকোচন করতে চাইছে তারা।

এর আগেও কর্মী ছাঁটাই করেছিল অ্য়ামাজন। এছাড়াও গুগলের তরফেও আরও কর্মী সংকোচনের ঘোষণা করা হয়েছে। অন্যদিকে কর্মী নিয়োগের ক্ষেত্রেও ধীরে চলো নীতি নিয়েছে একাধিক সংস্থা। মানিকনট্রোলকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফ্লিপকার্টের চিফ পিপল অফিসার কৃষ্ণা রাঘবণ জানিয়েছেন, গণছাঁটাই বন্ধ করতে কর্মী নিয়োগের ক্ষেত্রেও ধীরে চলো নীতি নেওয়া হয়েছে।

You might also like!