Business

9 months ago

Bitcoin falls down: এক সপ্তাহের মধ্যেই ১০ শতাংশ কমে গেল বিট কয়েনের মূল্য, পতন অন্য ক্রিপ্টোকারেন্সিতেও

Bitcoin
Bitcoin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাত্র এক সপ্তাহে ১০ শতাংশের বেশি পড়ে গেল বিট কয়েনের মূল্য। সম্প্রতি ৭৩ হাজার ডলারের শীর্ষ স্পর্শ করেছিল বিটকয়েন। রবিবার প্রথম কয়েক ঘণ্টার মধ্যে তা কমে গিয়ে ৬৫ হাজার ৩০০ ডলারে নেমে গেল অঙ্ক। তা, সামান্য উপরে উঠে ৬৭ হাজার ৬৮৮ ডলারের অঙ্ক স্পর্শ করেছে।

শুধু বিটকয়েনই নয়, ক্রিপ্টোকারেন্সির অন্যান্য টোকেনগুলিও একইরকম ক্ষতির সম্মুখীন হয়েছে।

কয়েনডেস্কের তথ্য অনুসারে, ইথারের মূল্যও ৬.৪৩% কমে গিয়েছে। তার বর্তমান লেনদেন ৩,৪৮৮ ডলারে স্থিতিশীল। অন্যদিকে, বিনান্স কয়েন তার মূল্যের ৮% হারিয়ে ৫৬৪ ডলারে স্থির হয়েছে এবং সোলানা ৪.৬% হ্রাস পেয়ে ১৮৪ ডলারে ট্রেড করেছে এখন।

মিন্টের মতে, বিশ্লেষকরা এই সাম্প্রতিক মন্দার জন্য প্রফিট বুকিং কার্যক্রম এবং মার্কিন মুদ্রাস্ফীতির তথ্যপ্রকাশকে দায়ী করেছেন। ক্রিপ্টোকারেন্সির বর্তমানে অস্থিতিশীল প্রকৃতি যে ভবিষ্যতে আরও বড় ক্ষতিরই সম্ভাবনার নির্দেশ করছে, তা নিয়ে এক প্রকার নিশ্চিত তাঁরা।


You might also like!