Business

1 year ago

LPG Price : বড়দিনের আগেই বড় খবর কলকাতায়! সস্তা হল LPG, দাম কত হল?

Commercial cylinder Price (Symbolic Picture )
Commercial cylinder Price (Symbolic Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের কলকাতায় সস্তা হল গ্যাস সিলিন্ডার। নতুন বছরের আগে বাণিজ্যিক গ্যাসের দাম কমালো তেল কোম্পানিগুলো। গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও বদল আসেনি। এই নিয়ে টানা বেশ কয়েক মাস গার্হস্থ্য সিলিন্ডারের দাম না কমলেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম অদল বদল হয়েছে। এবার ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে গ্রাহকদের ক্রিসমাস এবং নববর্ষের আগাম উপহার দিল কেন্দ্র। নয়া নির্দেশ অনুযায়ী, ২২ ডিসেম্বর থেকেই নতুন দাম প্রযোজ্য হবে। 

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের এই হ্রাস হোটেল এবং রেস্তোরাঁ মালিকদের অনেকটাই স্বস্তি দিয়েছে। সাড়ে ৩৯ টাকা কমেছে এলপিজি সিলিন্ডারের দাম। এর আগে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৯০৮ টাকা, সেই দাম কমে হলে ১৮৬৯ টাকা। পাশাপাশি অন্য শহরেও দাম কমানো হয়েছে। দিল্লিতে যেখানে সিলিন্ডারের দাম ছিল ১৭৯৬.৫০ টাকা, তা কমে হয়েছে ১৭৫৭.৫০ টাকা। মুম্বইতে বাণিজ্যক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৪৯ টাকা থেকে কমে হয়েছে ১৭১০ টাকা ও চেন্নাইতে ১৯৬৮.৫০ টাকার পরিবর্তে ১৯২৯.৫০ টাকায় পাওয়া যাবে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার। 

এই নিয়ে চলতি মাসেই তিনবার কমানো হল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। গত ১ ডিসেম্বরে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়। ১৬ নভেম্বর, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫৭ টাকা কমানো হয়েছিল। এরপরে ২২ ডিসেম্বরেও কমানো হল গ্যাস সিলিন্ডারের দাম। 

You might also like!