Business

10 months ago

Gold Price Hike: মার্চের শুরুতেই পারদ চরল সোনার দামে! এক ধাক্কায় রেকর্ড বাড়ল হলদে ধাতুর দাম

Gold Price (File Picture)
Gold Price (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মার্চ মাসের শুরুতেই সোনার দাম ধাক্কা দিল আমজনতাকে। লাফিয়ে বাড়ল হলদে ধাতুর দাম। গত পাঁচ দিনে সোনার দাম সামান্য কম হয়েছিল, কিন্তু একদিনেই সেই দাম অনেকটা বেড়ে গেল। 22 ক্যারাটের পাশাপাশি দাম বেড়েছে 18 ক্যারেট ও 24 ক্যারেট সোনার রেটেও। কোন সোনার দাম কতটা বৃদ্ধি পেয়েছে, জেনে নেওয়া যাক

24 ক্যারেট সোনার দাম:

শুক্রবার 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে রয়েছে 63160 টাকা। যা আগের দিনের তুলনায় প্রতি 10 গ্রামে 330 টাকা বেশি। কলকাতায় এদিন 24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের দাম রয়েছে 62,830 টাকা। এই সোনা দিয়ে মূলত সোনার গিনি, বার, কয়েন ইত্যাদি তৈরি করা হয়।

22 ক্যারেট সোনার দাম:

শহর কলকাতায় 22 ক্যারেট সোনার দামও কিন্তু চড়া। এদিন 22 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামে দাম রয়েছে 57,900 টাকা। যা কিনা আগের দিনের দামের চেয়ে 310 টাকা বেশি। এই সোনাই মূলত গয়না বানাতে ব্যবহার করা হয়। 22 ক্যারেট সোনার বিশুদ্ধতার পরিমাপ হয় 91 শতাংশ।

18 ক্যারেট সোনার দাম:

18 ক্যারেট সোনার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। শহর কলকাতায় 18 ক্যারেট সোনার দামই সবচেয়ে কম। এই সোনার প্রতি 10 গ্রামের দাম রয়েছে 47,370 টাকা। এই সোনার ক্ষেত্রে প্রতি 10 গ্রামের দাম 250 টাকা বৃদ্ধি পেয়েছে।

আসলে ক্যারেট দিয়ে সোনার বিশুদ্ধতা যাচাই করা যেতে পারে। 24 ক্যারেট সোনা সবচেয়ে খাঁটি। অন্যদিকে সর্বনিম্ন 18 ক্যারেট সোনায় হলমার্ক পাওয়া যায়। 24 ক্যারেট সোনার বিশুদ্ধতার পরিমাপ হল 99 শতাংশ, যা কিনা 22 ক্যারেটের ক্ষেত্রে 91 শতাংশ ও 18 ক্যারেটের ক্ষেত্রে এই পরিমাপ হল 75 শতাংশ।

উল্লেখ্য, উপরোক্ত দামে GST ও অন্য কর যোগ করা হয়নি। সোনার দামে 3 শতাংশ GST যোগ করা হয়। এছাড়াও রয়েছে মেকিং চার্জও। প্রতি 10 গ্রাম সোনায় প্রায় 3000 থেকে 5000 টাকা মেকিং চার্জ দিতে হয় গ্রাহকদের। ফলে সব মিলিয়ে গয়না বানাতে খরচ বৃদ্ধি পায় অনেকটাই।

রুপোর দাম

শহর কলকাতায় রুপোর দামও বৃদ্ধি পেয়েছে। মাসের শুরুতেই 300 টাকা বেড়ে প্রতি কেজির রুপোর দাম হয়েছে 74500 টাকা। গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে হিসাব করলে দেখা যাচ্ছে রুপোর দাম কিন্তু কমেছে। 1 ফেব্রুয়ারি রুপোর কেজি প্রতি দাম ছিল 76,300 টাকা। 29 ফেব্রুয়ারি সেই দাম কমে হয় 74200 টাকা। অর্থাৎ কিছুটা হলেও ফেব্রুয়ারি মাসে কমেছে রুপোর দাম।

You might also like!