লখনউ, ১ নভেম্বর: টমেটোর পর পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। গত এক সপ্তাহে খুচরা বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। প্রতি কেজি ৩০-৩৫ টাকা থেকে বেড়ে ৬০-৮০ টাকায় পৌঁছেছে। গত চার মাসে আগস্টের পর দ্বিতীয়বার পেঁয়াজের দাম বাড়ল।
মাত্র কয়েক মাস আগে টমেটোর দাম বেড়ে যাওয়ায় রান্নাঘরের বাজেটে প্রবল চাপ বেড়েছিল এবার তারসঙ্গে যুক্ত হয়েছে পেঁয়াজ। পেঁয়াজের দাম বৃদ্ধি পরিবার এবং রেস্তোরাঁর জন্য কঠিন হয়ে উঠেছে। কারণ সকলেই আসন্ন উৎসবের জন্য তৈরি হচ্ছে। আগামী মাসে আরও দাম বাড়তে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।
পেঁয়াজের দাম বেশি হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। পাইকারী বিক্রেতারা জানিয়েছেন, এই বছরের শুরুতে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তাপপ্রবাহ এবং অনিয়মিত বৃষ্টির কারণে পেঁয়াজের ফসল খারাপ হয়েছে, যার ফলে পাইকারি পেঁয়াজের দাম বেড়েছে।