Business

1 year ago

Adani-Hindenburg case : আগামীকাল ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আদানি-হিন্ডেনবার্গ মামলার শুনানি

The Supreme Court
The Supreme Court

 

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি  : আদানি গোষ্ঠীর হিন্ডেনবার্গ রিপোর্টের বিষয়ে আগামীকাল ১০ ফেব্রুয়ারি শুনানি করবে সুপ্রিম কোর্ট। আইনজীবী বিশাল তিওয়ারি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে দ্রুত শুনানির দাবি করেন। এরপর ১০ ফেব্রুয়ারি শুনানির আদেশ দেন আদালত।

হিন্ডেনবার্গ রিপোর্ট এবং আদানি মামলায় দুটি পিটিশন দায়ের করা হয়েছে। অ্যাডভোকেট বিশাল তিওয়ারি একটি পিটিশন দায়ের করেছেন। আবেদনে বলা হয়েছে, ভারতের সার্বভৌমত্বের জন্য এটির তদন্ত হওয়া জরুরি। পিটিশনে বড় কর্পোরেট হাউসগুলিকে ঋণ অনুমোদনের জন্য নীতি তত্ত্বাবধানের জন্য একটি বিশেষ কমিটি গঠনের দাবি করা হয়েছে।

দ্বিতীয় আবেদনটি করেছেন অ্যাডভোকেট মনোহর লাল শর্মা। পিটিশনে ভারতে হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন এবং তার সহযোগীদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে তদন্তের দাবি জানানো হয়েছে। মনোহর লাল শর্মা নিরীহ বিনিয়োগকারীদের শোষণ ও প্রতারণা করার জন্য শর্ট সেলারের বিরুদ্ধে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে একটি পিটিশনও দায়ের করেছেন। শর্মার পিটিশনে শর্ট সেলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

পিটিশনে হিন্ডেনবার্গের ভূমিকার তদন্তের দাবি জানানো হয়েছে। পিটিশনে প্রশ্ন করা হয়েছে যে শর্ট সেলিং নিষিদ্ধ করা সেবি-র দায়িত্ব ছিল না কি না। আবেদনে বলা হয়েছে, গবেষণা প্রতিবেদনের পর আদানির শেয়ারের শর্ট সেলিং হয়েছে। এ কারণে শেয়ারবাজারে ব্যাপক পতন হয়েছে।


You might also like!