Brain Teaser

1 year ago

Pregnant Man: অন্তঃসত্ত্বা পুরুষ! ২০ বছর পরে ঘটনাটা সামনে এল

Pregnant men! After 20 years, the incident became exposed (Symbolic Picture)
Pregnant men! After 20 years, the incident became exposed (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এমন ঘটনা বিরল। কিন্তু একদম নতুন নয়। ক্রমেই ফুলতে ফুলতে অস্বাভাবিক ধারণ করেছিল তাঁর পেট। তাই ওই নাম পেয়েছিলেন ৩৬ বছরের পুরুষটি। কিন্তু কেউই কি ভাবতে পেরেছিল? রসিকতাটাই সত্যি হয়ে উঠবে। সম্প্রতি সামনে এল এমনই এক ঘটনার কথা। ১৯৯৯ সালে নাগপুরের এক বাসিন্দা গর্ভধারণ করেন। তাঁর গর্ভে ছিল যমজ সন্তান!

নাগপুরের ওই ব্যক্তির নাম সঞ্জু ভগৎ। সকলের ঠাট্টা সামলেও তিনি চিকিৎসকদের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। কিন্তু ক্রমে পেট এমন ফুলে যায় যে,শ্বাস নেওয়াই হয়ে পড়েছিল অসম্ভব। অগত্যা হাসপাতাল যাত্রা। আর সেখানেই ধরা পড়ে পৃথিবীর বিরলতম এমন ঘটনা।

প্রাথমিকভাবে চিকিৎসকেরা পেটে টিউমার ভেবে চিকিৎসা শুরু করেন ও বিভিন্ন টেস্ট করেন। আশঙ্কা ছিল, ক্যানসারে ভুগছেন সঞ্জু। দ্রুত অস্ত্রোপচারের পরিকল্পনা করার করেন তাঁরা। আর তারপরই সামনে আসে আসল সত্য। যা আক্ষরিক অর্থেই হতভম্ব করে দিয়েছিল তাঁদের। শল্য চিকিৎসক অজয় মেহেতা জানিয়েছিলেন, ওই ব্যক্তির পেট কাটার পর হাত ঢুকিয়ে একে একে এক শিশুর পা, চুল-সহ বিভিন্ন দেহাংশের সন্ধান পান তাঁরা। তাঁর কথায়, "আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। সংশয় ও বিস্ময়ও জাগছিল। মনে হচ্ছিল ওই ব্যক্তির পেটের ভিতরে হাত ঢুকিয়ে কারও সঙ্গে করমর্দন করছি! ভয়ানক চমকে গিয়েছিলাম।” কিন্তু কি করে এটা সম্ভব হলো? 

চিকিৎসকেরা বলছেন, এই বিশেষ শারীরিক অবস্থাকে বলে ‘ফেটাস ইন ফেটু’। অর্থাৎ একটি অপরিণত শিশু জন্ম নেয় ভ্রূণের ভিতরে। কার্যতই পরজীবীর মতো একটি ভ্রূণের শরীরের ভিতরে বেড়ে উঠছিল অন্য একটি ভ্রূণ। কিন্তু শেষপর্যন্ত দু’টি ভ্রূণই মারা যায়। অস্ত্রোপচারের পর সেই ভ্রূণ দু’টির সন্ধানই পান চিকিৎসকরা। চিকিৎসকরা জানাচ্ছেন, এমন পরিস্থিতি অত্যন্ত বিরল। প্রতি ৫ লক্ষ গর্ভধারণের ক্ষেত্রে একটি ক্ষেত্রে এমন ঘটে। এখন সঞ্জুর বয়স ৩০। সাড়ে তিন দশক আগের সেই ঘটনা এবার চিকিৎসরা প্রকাশ্যে এনেছেন।

You might also like!