Brain Teaser

3 months ago

Viral: সুটকেস খুবলে খাচ্ছেন এক মহিলা, বিমানবন্দরে এই দৃশ্যটায় হতবাক নেটিজেনরা!

Viral Video (Symbolic Picture)
Viral Video (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সুটকেস মানেই সকলে জানেন, সমস্ত জিনিস নিয়ে এপ্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত যান সকলে। কিন্তু এই সুটকেসই খুবলে খাচ্ছেন এক মহিলা। কখনও সিটে বসে খাচ্ছেন। কখনও ট্রলিতে টেনে নিয়ে যাওয়ার সময় খাচ্ছেন। কখনও বিমানবন্দরের মেঝেতে উবু হয়ে বসে খাচ্ছেন। সকলেই দেখছেন ক্রমশ সুটকেসটা তিনি খেয়ে ফেলছেন। সাদা চাকা লাগানো সুটকেসটা দেখে অনেকের তো গা ঘিনঘিনও করতে পারে। চারিদিক খোবলানো। এই ছবি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এই ছবিতে এক পর্তুগিজ ভাষায় মহিলা বলেন, আসলে ওটা সুটকেস ছিলনা। ছিল কেক। তবে দেখে সুটকেস ছাড়া আর কিছু ভাবার উপায় নেই। 

You might also like!