Brain Teaser

1 year ago

Moye Moye Rasgulla Chaye: ইতিমধ্যেই ভাইরাল রসগোল্লার চা! কি বলছে নেটপাড়া?

Rasgulla Chai (File Picture)
Rasgulla Chai (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খাবারের প্রতি একটা আলাদাই যত্ন আর ভালোবাসা দেখা যায় বাঙালি জাতিকে ঘিরে। আর এই জাতির কাছে চা যেমন পছন্দের পানীয়। আবার অন্যদিকে মিষ্টি বলতে অনেক সময়ই সবার আগে উঠে আসে রসগোল্লার নাম। আর এই দুটি জিনিসই এবার মিলে মিশে একাকার হয়ে গিয়েছে নেটপাড়ায় এবং একইসাথে তা হয়েছে ভাইরালও।

চায়ের মধ্যে রসগোল্লা দিয়ে খাওয়া হচ্ছে আর এটাই নাকি এখনকার ভাইরাল বা ট্রেন্ডিং রসগোল্লা চা। আর এসব দেখে শুনে একদল নেটিজেন যেমন মজা পেয়েছেন, তেমনই কেউ কেউ আবার বেজায় বিরক্ত হয়েছেন। তাঁরা রীতিমত চায়ের জন্য 'বিচার' চাইছেন!

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করা হয় এই ভাইরাল ভিডিয়ো। বর্তমানে সেটার ক্লিপ এবং ছবি ভীষণই ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে মূল ভিডিয়োটি ১১.২ মিলিয়ন ভিউজ পেয়েছে যা এখনও বেড়ে চলছে। অনেকে এভাবে চায়ের মধ্যে রসগোল্লা ফেলে সেটাকে খেতে দেখে বিরক্ত প্রকাশ করেছেন। কেউ কেউ আবার বেচারা চায়ের জন্য ন্যায় বিচার চেয়েছেন। হবে না! বাঙালির এত সাধের পানীয়কে নিয়ে ছেলেখেলা মানা যায় বলুন তো!

You might also like!