Horoscope

2 days ago

Horoscope Today: বৈদিক পঞ্জিকা অনুসারে বৈশাখ কৃষ্ণা দ্বিতীয়া তিথিতে কার ভাগ্যের চাকা ঘুরছে? জানুন আজকের রাশিফল!

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ শত্রুরা আজ নানা ভাবে আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আজ পড়াশোনায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কাউকে আর্থিক সাহায্য করার আগে সব দিক ভালো করে ভেবে নিন। ব্যবসায়ীদের আজ মুনাফা ভালো হবে। চাকরি পরিবর্তন না করাই ভালো।

২) বৃষ রাশিঃ অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক অনুভূতির সান্নিধ্য পাবেন। কর্মস্থানের পরিবেশ আপনার জন্য অনুকূল থাকবে না। আজ আয় বাড়ার যোগ আছে। খরচ একটু কমাতে পারলেই সঞ্চয় ভালো হবে। পার্টনারশিপ ব্যবসা এড়িয়ে যান।

৩) মিথুন রাশিঃ আজ নতুন কাজের সুযোগ আসতে পারে। কর্মস্থান বদল করবেন, কিন্তু এর ফলে আপনার মনে অসন্তোষ থাকবে। কিশোর-কিশোরীদের মধ্যে কিছুটা মানসিক অস্থিরতা দেখা দেবে। ধার দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকতে হবে। আইনজীবীরা ভালো ফল পাবেন।

৪) কর্কট রাশিঃ রক্তচাপ বা রক্তাল্পতা সংক্রান্ত সমস্যায় আজ ভুগতে পারেন কর্কট রাশির জাতকরা। ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের সাফল্য পাওয়ার যোগ রয়েছে। দাম্পত্যে মনোমালিন্য হতে পারে। আজ সুযোগের সদ্ব্যবহার না করলে তা হাতছাড়া হতে পারে। উৎপাদনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে আসবে।

৫) সিংহ রাশিঃ গলব্লাডার ও কিডনির সমস্যায় কষ্ট পেতে পারেন সিংহ রাশির জাতকরা। মাস কমিউনিকেশন, আরবান প্ল্যানিং ও ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ শুভ ফল পাবেন। বেসরকারি কর্মচারীরা অফিসে সম্মান ও প্রতিপত্তি পাবেন। ব্যবসায় আজ লাভ বাড়ার সম্ভাবনা আছে। ঝুঁকি নিয়ে আজ কোথাও বিনিয়োগ করবেন না।

৬) কন্যা রাশিঃ অতিরিক্ত মানসিক চিন্তায় আজ জর্জরিত হবেন কন্যা রাশির জাতকরা। গ্যাস, অম্বল, পেট ব্যাথার মতো ক্রনিক অসুখে আপনি কষ্ট পেতে পারেন। অংশীদারির ব্যবসা থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। ছোট ভাই-বোনের সঙ্গে মতপার্থক্য হতে পারে। আজ কোথাও অর্থ বিনিয়োগ না করাই উচিত হবে।

৭) তুলা রাশিঃ আজ আচমকা অর্থপ্রাপ্তি হতে পারে তুলা রাশির জাতকদের। কাউকে অকারণে যেচে উপদেশ দিতে যাবেন না। না হলে আপনিই বিপদে পড়তে পারেন। ম্যানেজমেন্ট,শিল্প ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে দিনটি শুভ যাবে। ট্র্যাভেল এজেন্সি ও হোটেল ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। অফিসে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে।

৮) বৃশ্চিক রাশিঃ নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। অহেতুক দুশ্চিন্তায় আপনি অবসাদগ্ৰস্ত হয়ে পড়তে পারেন। মায়ের শরীর-স্বাস্থ্য আপনাকে উদ্বিগ্ন করবে। অবিবাহিতদের বিয়ের যোগ আসতে পারে। নাচ, গান, আঁকার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুনাম বাড়বে। উত্তরাধিকার সূত্রে অথবা লটারি থেকে অর্থলাভ হতে পারে।

৯) ধনু রাশিঃ আজ হঠাৎ মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। আপনি নিজের কথা দিয়ে কর্মক্ষেত্রের জটিলতার সমাধান করতে পারবেন। বৈদেশিক ও অন্তর্দেশীয় ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। গুরুজনের সঙ্গে মতপার্থক্য হতে পারে। কমিশন ভিত্তিক কাজের সঙ্গে যুক্তরা সতর্ক পদক্ষেপ করুন। জমি,বাড়ি,রিয়েল এস্টেট ব্যবসার জন্য আজ শুভ দিন নয়।

১০) মকর রাশিঃ জ্ঞাতিশত্রুদের থেকে সমস্যা আসতে পারে। আজ দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। সর্দি-কাশি সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন। ঘর-বাড়ি সংক্রান্ত আইনি ঝামেলার মৌখিক ভাবে সমাধান করুন। উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার যোগ রয়েছে। দাঁত, চামড়া ও হাড়ের সমস্যা হতে পারে।

১১) কুম্ভ রাশিঃ তরল দ্রব্যের ব্যবসায় আজ উন্নতির যোগ রয়েছে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ হতে পারে। কোনও নিকট বন্ধুর থেকে উপকার পেতে পারেন। আজ আপনি বড্ড বেশি শো-অফ করবেন। বাড়ি বা জমি কেনার সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে।

১২) মীন রাশিঃ কোনও মহিলা আজ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। অনেক দিনের আটকে থাকা টাকা পেয়ে যাবেন। ব্যবসায় লাভ হবে। পেটের সমস্যায় ভুগতে পারেন। শিক্ষার সরঞ্জাম সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। ঠান্ডা লেগে জ্বর আসতে পারে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন।

You might also like!