Horoscope

1 day ago

Horoscope Today: আজ সারাদিন বরিয়ান যোগ ও পরিঘ যোগের প্রভাব,কার ভাগ্যে বড় সাফল্য? জানুন রাশিফল!

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ আজ নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন মেষ রাশির জাতকরা। শারীরিক আঘাত, রক্তপাত, উচ্চ রক্তচাপ বা মাথার যন্ত্রণার সমস্যায় ভুগতে পারেন। পরিবারের সবার চাহিদা আজ আপনাকে মেটাতে হতে পারে। নতুন ব্যবসা শুরুর যোগ রয়েছে । গৃহস্থালির খরচ বাড়বে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় উৎকন্ঠায় থাকবেন। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে।

২) বৃষ রাশিঃ আজ ছোট ভাই-বোনের কোনও বিপদ হতে পারে। প্রতিবেশীকে নিয়ে অশান্তি বাড়তে পারে বৃষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে বড় সুবিধাজনক পরিবর্তন লক্ষ্য করা যাবে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে অশান্তি বাড়বে, সম্পর্ক তিক্ত হতে পারে। ভ্রমণে বিপদের সম্ভাবনা রয়েছে।

৩) মিথুন রাশিঃ ঋণ বা ধার দেনা থেকে আজ বিরত থাকুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের শত্রুতার মুখে পড়তে হতে পারে। অপ্রাসঙ্গিক কারণে আজ অর্থ অপচয়ের সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের বিরোধিতায় ক্ষতির মুখে পড়বেন। কর্মপ্রার্থীরা নতুন সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। কর্মক্ষেত্রে বদলিতে অসন্তোষ বাড়তে পারে।

৪) কর্কট রাশিঃ আজ শারীরিক সমস্যা বাড়তে পারে। বাবার স্বাস্থ্য মানসিক উৎকণ্ঠা বাড়াবে। দাম্পত্যে মতপার্থক্য এলেও সমস্যা ধীরে কেটে যাবে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেলেও পদোন্নতির আশা কম। উপার্জন বাড়বে। অংশীদারি ব্যবসায় মুনাফার পরিমাণ বাড়বে।

৫) সিংহ রাশিঃ অপ্রাসঙ্গিক খরচ বাড়বে। ঘরবাড়ি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। উচ্চশিক্ষায় নতুন দিগন্ত পেতে পারেন। ডাক্তারি পড়ুয়ারা পড়াশোনায় সাফল্য পাবেন। জ্ঞাতিশত্রুতায় অতিষ্ঠ হতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা বাড়বে এবং চিকিৎসায় খরচ বাড়বে। শৌখিন দ্রব্য কিনতে বাধা পেতে পারেন।

৬) কন্যা রাশিঃ ন্যায্য প্রাপ্য পেতে আজ বাধা পেতে পারেন। পারিবারিক সম্পর্কের উন্নতি হবে। বুদ্ধি খাটিয়ে আজ ব্যবসায়ে সাফল্য আসবে। প্রতিবেশী বা ভাই-বোনের থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আয়ের নিরিখে আজ সঞ্চয় বাড়বে। আজ ইমারতী দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। জল ভ্রমণে বিপদের সম্ভাবনা আছে।

৭) তুলা রাশিঃ আজ বাক সংযম না রাখলে অশান্তি চরমে উঠতে পারে তুলা রাশির জাতকদের। ওষুধ, চিকিৎসা দ্রব্য, সার ও রাসায়নিক দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। উত্তরাধিকার সূত্রে আত্মীয়দের সঙ্গে শত্রুতা হতে পারে। দীর্ঘদিনের কোনও আশা পূরণের সম্ভাবনা রয়েছে। বাবার স্বাস্থ্যের অবনতি বা অস্ত্রপচারের সম্ভাবনা রয়েছে।

৮) বৃশ্চিক রাশিঃ ব্যবসায় আজ লাভ বাড়বে। দীর্ঘদিনের পরিকল্পনা আজ সফল হতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা লাগার প্রবণতা বাড়তে পারে। প্রভাবশালী ব্যক্তির শত্রুতায় সমস্যায় পড়তে পারেন। উচ্চশিক্ষায় বাধার সম্মুখীন হবেন।

৯) ধনু রাশিঃ আজ স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা উচিত। অস্ত্রের আঘাত পেতে পারেন বা অস্ত্রপ্রচারের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সন্তানকে নিয়ে চিন্তা কমবে। প্রিয় বন্ধুর সাহায্য পেতে পারেন। আজ বিচার বিবেচনা করে তবেই ব্যবসায় বিনিয়োগ করুন। সাংসারিক খরচ বাড়তে পারে।

১০) মকর রাশিঃ মায়ের স্বাস্থ্য চিন্তা বাড়াবে মকর রাশির জাতকদের। কাছের বন্ধুর বিপদের সম্ভাবনা রয়েছে। দাম্পত্যে অশান্তি এবং মনোমালিন্য থাকবে। ন্যায্য প্রাপ্তির ক্ষেত্রে আজ বাধা পেতে পারেন। অসমাপ্ত কাজ নিয়ে বিড়ম্বনায় পড়তে পারেন। সরল মনে সবাইকে বিশ্বাস করলে ঠকতে হবে।

১১) কুম্ভ রাশিঃ কর্মক্ষেত্রে পরিস্থিতির পরিবর্তন আজ অনুভব করবেন। যে কোনও রকম আইনি সমস্যা এড়িয়ে চলুন। ব্যবসায় অধস্তন কর্মচারীর কারণে সমস্যায় পড়তে পারেন। ছাত্রছাত্রীরা লেখাপড়ায় সুফল পেতে পারেন। ঝুঁকির কাজ আজ এড়িয়ে চলাই ভালো। ঋণ সংক্রান্ত প্রলোভনে পড়বেন না।

১২) মীন রাশিঃ সন্তানকে নিয়ে আজ উৎকণ্ঠা বাড়বে। অর্থ সঞ্চয়ের যোগ রয়েছে। রাসায়নিক ও ধাতুর ব্যবসা আজ লাভজনক হবে। উচ্চশিক্ষায় বাধা পেতে পারেন। নতুন বাড়ি কেনার সুযোগ আসতে পারে। বিয়ের কথা আজ পাকা হতে পারে। গত কয়েক দিনের আর্থিক চিন্তা আজ কিছুটা কমবে।

You might also like!