Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Horoscope

1 year ago

March 2024 Tarot Rashifal: মার্চে কেরিয়ারে দারুণ উন্নতি এবং বিদেশ যাত্রার যোগ এই ৫ রাশির!

Great progress in career and travel abroad in March for this 5!
Great progress in career and travel abroad in March for this 5!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমাদের জীবনে যা সমস্যার উৎপত্তি হোক না কেন, আশা করা যায় ভবিষ্যতে একদিন তা মিটবেই মিটবে। ভবিষ্যৎ ভালো হওয়ার আশায় বুক বাঁধেন বহু মানুষ। আর কিছুদিন বাদেই শুরু হচ্ছে নতুন মাস অর্থাৎ পড়তে চলেছে মার্চ মাস। আগামী মাসে দুটি উল্লেখযোগ্য উত্‍সব পালন করবে গোটা দেশ। এই দুই উত্‍সব হল মহাশিবরাত্রি ও দোলপূর্ণিমা। তার সঙ্গে আগামী মাসে হোলিতেই হবে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এর পাশাপাশি আগামী মাসে চারটি প্রধান গ্রহ সূর্য, শুক্র, বুধ ও মঙ্গল নিজেদের স্থান পরিবর্তন করতে চলেছে। এছাড়া আগামী মাসে উদয় হবে শনির। এতগুলি যোগের প্রভাবে আগামী মাসে ভাগ্যে সুখের চমক লাগতে চলেছে পাঁচ রাশির জাতকদের। জানাচ্ছে ট্যারো কার্ড গণনা।

​মেষ রাশি​

ট্যারো কার্ডের গণনা থেকে দেখা যাচ্ছে যে মার্চ মাসে সঙ্গীর সঙ্গেঘনিষ্ঠতাবাড়বে মেষ রাশির জাতকদের। আপনাদের মধ্যে যদি কোনও সমস্যা থাকে, তা এবার মিটে যাবে। নতুন সম্পত্তি কেনার জন্য আপনি ব্যাংক লোনের জন্য আবেদন করলে আগামী মাসে তা পেয়ে যেতে পারেন। পেশাগত জীবনেও মার্চে বড় সাফল্য লাভ করতে চলেছে মেষ রাশির জাতকরা। অফিসে প্রোমোশন পেতে পারেন। স্বাস্থ্যও আগের থেকে ভালো হবে।

​মীন রাশি​

মার্চ মাস সুখ ও আনন্দে পরিপূর্ণ থাকবে মীন রাশির জাতকদের জন্য। এমনটাই জানাচ্ছে ট্যারো কার্ডের গণনা। আগামী মাসে আপনার পরিবারেকারোর বিয়ে বা অন্য কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। আর্থিক দিক থেকেও লাভবান হবেন আপনি। মার্চ মাসে বিদেশ যাত্রার যোগ আছে মীন রাশির জাতকদের। পেশাগত জীবনে নতুন সুযোগ পাবেন। সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। আগামী মাসে আপনার জীবনে পজিটিভ এনার্জির প্রভাব কাজ করবে।

​বৃশ্চিক রাশি​

ট্যারো কার্ডের ফলাফল জানাচ্ছে যে মার্চ মাসে যে সব রাশির জাতকদের ভাগ্য খুলতে চলেছে তার মধ্যে রয়েছেন বৃশ্চিক রাশির জাতকরা। এই সময় আপনার জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন আসবে। এগুলি আপনি নিজের জন্য কাজে লাগাতে পারলে সৌভাগ্যের দৌড়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারবেন। এই সময় আপনার বিয়ের কথা পাকা হতে পারে। আর্থিক দিক থেকেও এই সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের জন্য। নতুন কোনও ব্যবসার পরিকল্পনা করলে সেই কাজেও এগিয়ে যেতে পারবেন আপনি।

​মকর রাশি​

প্রেম ও ভালোবাসার দিক থেকে মার্চ মাস দুর্দান্ত কাটবে মকর রাশির জাতকদের। আগামী মাসে আপনি নিজের জীবনে সঙ্গী তাঁর ভালোবাসার গুরুত্ব বুঝতে পারবেন। যাঁরা সিঙ্গল, তাঁরা মার্চ মাসে প্রেমের প্রস্তাব পেতে পারেন। মার্চে কেরিয়ারে বড় উন্নতি করার সুযোগ পাবেন মকর রাশির জাতকরা। আর্থিক কোনও লেনদেন আপনার জন্য লাভজনক হবে। অফিসে প্রোমোশন পেতে পারেন। বিদেশ সফর হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।

মিথুন রাশি

ট্যারো গণনা বলছে যে মার্চ মাসে সঙ্গীর থেকে দারুণ কোনও সারপ্রাইজ পেতে পারেন মিথুন রাশির জাতকরা। এই সময় আপনি এমন কোনও সিদ্ধান্ত নিতে পারেন যা আপনার ভবিষ্যত্‍ জীবনকে সুরক্ষিত করবে। আগামী মাসে বড় কোনও কোম্পানি থেকে ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন মিথুন রাশির জাতকরা। সঙ্গীর সঙ্গেও মার্চ মাসে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আপনি।

You might also like!