Breaking News
 
Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি!

 

Horoscope

1 year ago

Virgo Love Characteristics: কন্যা রাশির জাতককে ডেট করছেন? তাঁর চরিত্রের এই ৫ বৈশিষ্ট্য সম্পর্কে জানুন

Dating a Virgo? Know about these 5 traits of his character
Dating a Virgo? Know about these 5 traits of his character

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসছে ভ্যালেন্টাইনস ডে। আপনার মনের মানুষ যদি কন্যা রাশির জাতক হন, তাহলে তাঁর চরিত্রের এই পাঁচ দিক আপনার অবশ্যই জেনে রাখা জরুরি। ভ্যালেন্টাইনস ডে আসার আগেই জেনে সঙ্গী হিসেবে ঠিক কেমন হন কন্যা রাশির জাতকরা।

প্রেমের পুরনো ধারণায় বিশ্বাসী

নিজের জীবন নিয়ে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করা পছন্দ নয় কন্যা রাশির জাতকদের। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে এরা পুরনো ধারণায় বিশ্বাসী। হুট করে কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া এদের ধাতে নেই। কমিট করার আগে বেশ কিছু দিন বন্ধুত্বের সম্পর্ক এরা রাখতে ভালোবাসেন। তাই নিজের মনের কথা প্রকাশ করতে এরা বেশ কিছুটা সময় নেন।

দয়ালু স্বভাব

কন্যা রাশির জাতকরা দয়ালু প্রকৃতির হন। প্রয়োজনে পড়লে এরা সঙ্গীকে সাহায্য করতে সব সময় প্রস্তুত থাকেন। সঙ্গীর যাই প্রয়োজন থাক না কেন, কন্যা রাশির জাতক কখনও তাকে খালি হাতে ফেরান না। এমনকি ব্যস্ততার মধ্যেও সঙ্গীর জন্য এরা ঠিক সময় বের করেন।

অত্যন্ত উচ্চাকাঙ্খী

কন্যা রাশির জাতকরা অত্যন্ত উচ্চকাঙ্খী হন। কেরিয়ারে উন্নতি এদের জীবনের প্রধান লক্ষ্য। তাই সঙ্গীর জন্য কেরিয়ারে ক্ষতি হলে সেই সম্পর্ক থেকে এরা বেরিয়ে আসতেই পছন্দ করেন। তাই আপনার সঙ্গী কন্যা রাশির জাতক হলে দেখবেন আপনার জন্য যেন তাঁর কেরিয়ারে কোনও সমস্যা তৈরি না হয়। না হলে সম্পর্কে ফাটল দেখা দিতে পারে।

পজিটিভ এনার্জিতে পূর্ণ

কন্যা রাশির জাতকরা পজিটিভ চিন্তাভাবনা করেন। খারাপ সময়েও এরা ঠিক কোনও ভালো পয়েন্ট খুঁজে বের করেন। সঙ্গীর চরিত্রের ভালো দিকগুলিই আগে এরা দেখেন। জীবনে খারাপ কিছু ঘটলে এরা সহজে ভেঙে পড়েন না। খারাপ সময়েও এরা সঙ্গীর পাশেই থাকেন।

খুঁতখুঁতে স্বভাব

স্বভাবের দিক থেকে বেশ খুঁতখুঁতে হন কন্যা রাশির জাতকরা। এরা সব কাজ নিখুঁত ভাবে করেন। সেই কারণে অন্যের থেকেও সেরা কাজ এরা আশা করেন। পছন্দ না হলে সঙ্গীর সব কাজে এরা খুঁত খুঁজে বের করেন। যা পছন্দ হয় না, তা মুখের উপর বলে দেন এরা।

You might also like!