Game

1 year ago

women's IPL 2023 : মহিলা আইপিএলের নিলাম হতে চলেছে আগামী ১৩ ফেব্রুয়ারি

women's IPL 2023
women's IPL 2023

 

মুম্বই, ৩ ফেব্রুয়ারি  : সব ঠিকঠাক থাকলে বহু আলোচিত এবং প্রতীক্ষিত প্রথম বর্ষের মহিলা আইপিএলের নিলাম হতে চলেছে আগামী ১৩ ফেব্রুয়ারি সোমবারে। মেগা নিলাম অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। এমনটাই জানিয়েছেন এক বোর্ড কর্তা।

এই মাসের প্রথম সপ্তাহে এই নিলাম বসার কথা থাকলেও তা হয়নি। মহিলা আইপিএলে যোগদানকারী প্রায় সব ফ্রাঞ্চাইজিগুলি ইন্টারন্যাশনাল লিগ টি-২০ তে অংশগ্রহণ করেছে। ফলে তাদের পক্ষে এই নিলামে অংশগ্রহণ করা কিছুটা কঠিন হয়ে উঠেছে। তার ফলে সময়সূচি বদল করে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে নিয়ে যাওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, ‘সংযুক্ত আমিরশাহিতে চলা ইন্টারন্যাশনাল লিগ টি-২০ জন্য চলতি মাসের প্রথম সপ্তাহে মহিলাদের আইপিএলের নিলাম স্থগিত করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলি নিলামের প্রস্তুতির জন্য যে সময় চেয়েছিল আমরা তা দিয়েছি।’

প্রথম বর্ষের মহিলা আইপিএলের নিলামে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে অংশগ্রহণ করতে দেখা যাবে। মুম্বাই ইন্ডিয়ান্স, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর , দিল্লি ক্যাপিটালস এবং ক্যাপ্রি গ্লোবাল দলগুলি সেরা মহিলা ক্রিকেটারদের তুলে নেওয়ার লড়াই চালাবে নিজেদের মধ্যে। ফলে প্রথম বর্ষেই যে এই মেগা টুর্নামেন্ট সুপার হিট করতে বদ্ধ পরিকর ভারতীয় বোর্ড তা বলার অপেক্ষা রাখে না।

কিছুদিন আগে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলি বিসিসিআইকে অনুরোধ করে জানায়, মহিলা আইপিএলের নিলাম প্রথম সপ্তাহের বদলে দ্বিতীয় সপ্তাহে করা হোক। সেই অনুরোধ কার্যত মেনে নিয়েই দ্বিতীয় সপ্তাহে করা হচ্ছে নিলাম। তবে নিলামের নির্ধারিত দিন এখনও সরকারি ভাবে ঘোষণা করেনি বোর্ড। মনে করা হচ্ছে কয়েক দিনের মধ্যেই সরকারি ভাবে জানিয়ে দেবে বিসিসিআই।

প্রসঙ্গত, মহিলা আইপিএলের প্রায় সব প্রস্তুতি সারা। সম্প্রচারকারি সত্ত্বও বিক্রি হয়ে গিয়েছে। নিলাম পর্ব মিটে গেলেই শুধু ক্রিকেটারদের মাঠে নামার অপেক্ষা।

You might also like!