Game

1 day ago

Europa League: ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ১৭ বছরের খরা কাটালো টটেনহ্যাম

Tottenham WINS 2024/25 Europa League
Tottenham WINS 2024/25 Europa League

 

ম্যানচেস্টার, ২২ মে : ২০০৮ সালে ইংলিশ লিগ কাপ জয়ের পর আর কোনও ট্রফি এতদিন জিততে পারেনি টটেনহ্যাম। ২০১৮-১৯ মরসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেললেও ট্রফি জিততে পারেনি। এবার সে খরা কাটাল। বুধবার রাতে বিলবাওয়ের মাঠে তারা ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউরোপা লিগ ফাইনালে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর চ্যাম্পিয়ন হল। প্রথম হাফের শেষ দিকে অর্থাৎ ৪২ মিনিটে পাপে মাতার ক্রস সামলাতে গিয়ে দিশেহারা হয়ে যান ইউনাইটেড ডিফেন্ডার লুক শ। এতে বল পেয়ে যান চলতি মরসুমে টটেনহ্যামের সেরা ফরোয়ার্ড ব্রেনান জনসন। তিনি ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানাকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান। ম্যাচের বাকি সময়ে অনেক চেষ্টা করেও এই গোল শোধ দিতে পারেনি রেড ডেভিলরা। তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান টটেনহ্যাম গোলকিপার জিউলিয়েলমো ভিকারিও। এই শিরোপা জয়ের মাধ্যমে শুধু যে ইউরোপা লিগ ট্রফি-ই জিতেছে টটেনহ্যাম তা নয়। একইসঙ্গে আগামী মরসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিটও নিশ্চিত করেছে অ্যাঞ্জ পস্তেকগলুর ছেলেরা।


You might also like!