কলকাতা, ৩ সেপ্টেম্বর : চলতি সপ্তাহে আবার মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাই পর্বের লড়াইয়ে মাঠে নামছে দক্ষিণ আমেরিকার এই দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা। বাছাই পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচ রয়েছে চিলি এবং কলম্বিয়ার সঙ্গে। প্রথমটি হবে আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভারতীয় সময় সকাল ৫:৩০ মিনিটে । ঘরের মাঠ এস্তাদিও মাস মনুমেন্টালে এই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার ৮ নম্বরে থাকা চিলি।
এরপর ১০ সেপ্টেবর ভারতীয় সময় রাত ৩টেয় ফের মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে কলম্বিয়া। এই ম্যাচটি কলম্বিয়ার জন্য প্রতিশোধের ম্যাচ। তাছাড়া ম্যাচটি কলম্বিয়ার কাছে বড় অ্যাডভান্টেজ থাকছে। কারণ তারা ঘরের মাঠে খেলবে আর্জেন্টিনার সঙ্গে।ম্যাচটি হবে এস্তাদিও মেত্রোপলিতানোতে।
ব্রাজিলও নামছে চলতি সপ্তাহেই। বাছাই পর্বে তাদের দুই ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর এবং প্যারাগুয়ে। শনিবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সময় ৬:৩০ মিনিটে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচটি ব্রাজিল ইকুয়েডরের মাঠে গিয়ে খেলবে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ব্রাজিলের ঠিক ওপরে আছে ইকুয়েডর। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইকুয়েডর। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে ছয়ে ব্রাজিল। ব্রাজিলের পরের ম্যাচ ১১ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে। এই ম্যাচটিও ব্রাজিলকে প্যারাগুয়ের মাঠে গিয়ে খেলতে হবে। ম্যাচটি হবে ভারতীয় সময় সকাল ৫:৩০ মিনিটে। এই মুহূর্তে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৭ নম্বরে আছে প্যারাগুয়ে।