Game

5 hours ago

Spanish Football: স্প‍্যানিশ ফুটবল,সেল্তা ভিগোর বিপক্ষে কষ্টের জয় রিয়াল মাদ্রিদের, ব্যবধান কমলো বার্সিলোনার সঙ্গে

Spanish Football
Spanish Football

 

সান্তিয়াগো, ৫ মে : সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার ৩-২ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ৩ গোলে এগিয়ে গিয়েও কোনোমতে জিতল তারা সেল্তা ভিগোর বিপক্ষে। এই কষ্টের জয়ে বার্সিলোনার সঙ্গে ব‍্যবধান চারে নামিয়ে আনল কার্লো আনচেলত্তির দল। ম্যাচের প্রথম গোল আসে ৩৩ মিনিটে। চমৎকার গোলে রিয়ালকে এগিয়ে দেন গিল। কর্নার থেকে লুকাস ভাসকেসের কাছ থেকে ডি বক্সে বল পেয়ে গোল করেন এই তরুণ মিডফিল্ডার। ৩৯ মিনিটে গোল করে রিয়ালকে ২-০তে এগিয়ে দেন এমবাপে। দুটি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব‍্যবধান আবার রিয়াল বাড়ায়। ৪৮ মিনিটে গিলের রক্ষণ চেরা পাস ধরে বাম পায়ের আড়াআড়ি শটে গোল করেন এমবাপে। আসরে এটি এমবাপের ২৪তম গোল। ফরাসি তারকার চেয়ে বেশি গোল করেছেন কেবল বার্সিলোনার রবের্ত লেভানদোভস্কি (২৫)। সেল্তা ভিগো ম্যাচে ফিরে আসে ৬৯ মিনিটে। হাভি রদ্রিগেসের গোলে ব‍্যবধান কমিয়ে ম‍্যাচ জমিয়ে তোলে সেল্তা। কর্নার থেকে পাবলো দুরানের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ভাসকেস। ফিরতি বলে খুব কাছ থেকে গোল করেন রদ্রিগেস। ৭৬ মিনিটে বদলি খেলোয়াড় ইয়াগো আসপাসের পাস থেকে বল ধরে উইলট সুইডবার্গ গোল করে ব‍্যবধান আরও কমায়। এরপর ম্যাচে আর গোল হয়নি। বাকি সময়টুকু কোনরকমে কাটিয়ে দিয়ে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ৩৪ ম‍্যাচে ২৩ জয় ও ছয় ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। আর সমান ম‍্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে বার্সিলোনা।

You might also like!