Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Game

3 years ago

Shakib canceled the contract with the gambling company : বোর্ডের হুঁশিয়ারিতে জুয়া সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করলেন শাকিব

Shakib canceled the contract with the gambling company
Shakib canceled the contract with the gambling company

 

ঢাকা, ১২ আগস্ট  : বিতর্কিত সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করলেন শাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই জুয়া সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করলেন শাকিব । বোর্ডকেও সেটা জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট তারকা।

বিসিবি-র তরফে শাকিবকে কড়া বার্তা দেওয়া হয়েছিল। এশিয়া কাপের দল থেকেও তাঁকে বাদ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছিল। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে নিজের চুক্তি বাতিলের কথা জানান শাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা জালাল ইউনাস বলেন, “শাকিব আমাদের চিঠি দিয়ে জানিয়েছে যে, ও ওই জুয়া সংস্থার সঙ্গে সব রকম চুক্তি বাতিল করছে। নেটমাধ্যমে করা ওই সংক্রান্ত সমস্ত পোস্টও মুছে দিচ্ছে।”

প্রসঙ্গত, বাংলাদেশে যে কোনও ধরনের জুয়া নিষিদ্ধ। সেই কারণে বোর্ডের তরফে সতর্ক করা হয় শাকিবকে। বৃহস্পতিবারের মধ্যে তাঁকে উত্তর দিতে বলা হয়েছিল। উত্তর না দিলে শাকিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলেও জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘‘কোনও দ্বিতীয় সুযোগের জায়গা নেই। আমি আগেই বলেছি, কোনও ভাবেই এই কাজ বরদাস্ত করা হবে না। এখনও সেটাই বলছি। আমরা শাকিবকে নোটিস পাঠিয়েছি। বৃহস্পতিবারের মধ্যে ওর জবাব দেওয়ার কথা। শাকিব জবাব না দিলে ওকে এশিয়া কাপের দলে নেওয়া হবে না।’’

You might also like!