Game

2 weeks ago

Paralympics 2024 : বুধবার শুরু প্যারালিম্পিক: প্যারিসের মর্যাদাপূর্ণ চ্যাম্পস-এলিসিস উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি

Paralympics  2024 (symbolic picture)
Paralympics 2024 (symbolic picture)

 

প্যারিস, ২৮ আগস্ট : প্যারিসে বুধবার প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের হোস্ট করার জন্য আইকনিক চ্যাম্পস-এলিসিস এভিনিউ এবং ঐতিহাসিক প্লেস দে লা কনকর্ড বেছে নিয়েছে। চ্যাম্পস-এলিসিস-প্রশস্ত ফুটপাথ সহ দুই কিলোমিটার দীর্ঘ বৃক্ষের সাজানো পথে প্রতিদিন কয়েক হাজার মানুষ এখানে ভিড় করে। এই জায়গাটি দীর্ঘদিন ধরে ফরাসিদের জন্য উদযাপন এবং জনপ্রিয় সমাবেশের স্থান।

এদিন এখানেই একটি জনপ্রিয় কুচকাওয়াজের দৃশ্য হবে, সবার জন্য উন্মুক্ত হবে এবং সারা বিশ্বের ১৮০টিরও বেশি প্রতিনিধি এবং ৪,৪০০ জন প্যারালিম্পিয়ান এখানে সমবেত হবেন। প্যারালিম্পিয়ানদের একটি নতুন প্রজন্ম কিছুদিন আগে প্যারিস অলিম্পিক স্পোর্টস হোস্ট করা একই ভেন্যুতে যোগ দেবে। ৩৫টি অলিম্পিক ভেন্যুগুলির মধ্যে ১৮টি প্যারালিম্পিকের জন্য ব্যবহার করা হবে, যা এদিন শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উল্লেখ্য প্যারালিম্পিক শিখাটি গেমসের জন্মস্থান ইংল্যান্ডের স্টোক ম্যান্ডেভিল হাসপাতালে প্রজ্জ্বলিত হয়েছিল এবং চ্যানেল টানেলের মাধ্যমে ফ্রান্সে আনা হয়েছে গত সপ্তাহে ।

You might also like!