Game

10 months ago

Messi Leav PSG : শনিবার মেসির প্যারিস অধ্যায় শেষ, জানালেন পিএসজি কোচ

Lionel Messi PSG (File Picture)
Lionel Messi PSG (File Picture)

 

প্যারিস, ২ জুন : গুঞ্জনটা সত্যিই হল। পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। আর ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ৩০ জুন পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তার পরই ‘পিএসজি প্রজেক্ট’ থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। শনিবার (৩ জুন) লিগের শেষ ম্যাচে ক্লারমন্তের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। এ ম্যাচটিই হবে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে মেসির শেষ ম্যাচ। এক সাংবাদিক সম্মেলনে এবিষয়টি নিয়ে পিএসজি কোচ গালতিয়ের বলেছেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লারমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসের ম্যাচটিই হতে যাচ্ছে লিওর শেষ ম্যাচ।’

আর তথ্যটি নিশ্চিত করেছেন দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও। অর্থাৎ শনিবার নিজেদের মাঠে মরশুমের শেষ ম্যাচ খেলবে পিএসজি। ম্যাচ শেষে পার্কে দে প্রিন্সেসে রেকর্ড ১৩ম লিগ জয়ের উৎসবও সারবে ফরাসি জায়ান্টরা। আর এই ম্যাচ দিয়ে ঘরের সমর্থক ও সতীর্থদের কাছ থেকে বিদায় নেবেন মেসি। তাহলে এরপর রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার সম্ভাব্য গন্তব্য কোথায় হচ্ছে? জোরেশোরে শোনা যাচ্ছে আল-হিলালের নাম। ইতিমধ্যে সৌদি প্রো লিগের এই ক্লাবটি থেকে বিশ্ব রেকর্ড গড়া চুক্তিরও প্রস্তাব পেয়েছেন মেসি। তাছাড়া তাঁর সম্ভাব্য গন্তব্যের তালিকায় আছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিও। তবে কমে এসেছে তাঁর নিজের ঘর বার্সায় ফেরার সম্ভাবনা।


You might also like!