Game

1 year ago

U19 World Cup 2023 : অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভার

U-19 World Cup
U-19 World Cup

 

পচেস্ট্রুম, ২৯ জানুয়ারি : ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দল। প্রথম দল হিসাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে নিল শেফালি ভার্মার ব্রিগেড। ফাইনালে ইংল্যান্ডকে দুরমুশ করে ট্রফি জিতল ভারত। মাত্র ৬৮ রানে প্রতিপক্ষকে অলআউট করে দেন বোলার। জয়ের জন্য প্রয়োজনীয় রান সহজেই তুলে ফেলেন সৌম্যা তিওয়ারিরা। ভারতের সিনিয়র মহিলা দল আজ পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। কিন্তু প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়েই বাজিমাত করল ভারতের মেয়েরা। 

প্রসঙ্গত, প্রথম বার অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপ হচ্ছে। প্রথম বারেই জিতে নিল ভারতের মহিলা দল। শেফালি বর্মার নেতৃত্বাধীন দল রবিবার ইংল্যান্ডকে ফাইনালে হারাল আট উইকেটে। মিতালি রাজ, ঝুলন গোস্বামীর মহিলা দল দু’বার বিশ্বকাপের ফাইনালে উঠেও জিততে পারেননি। বিশ্বকাপ না পাওয়ার খেদ নিয়েই তাঁদের অবসর নিতে হয়েছে। সেই স্বপ্ন পূরণ হল শেফালি, তিতাস, রিচাদের হাত ধরে।  

ম্যাচের পর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন শেফালি। সাধারণত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলে সিনিয়র দলে সুযোগ পান ক্রিকেটাররা। শেফালি এবং আরও কিছু মহিলা ক্রিকেটারের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। তাঁরা আগেই সিনিয়র দলে খেলে ফেলেছেন। তবু যে কোনও বিশ্বকাপ জয়ের স্বাদই অন্য রকম। সেটা মাথায় রেখেই শেফালি বললেন, "যে ভাবে দলের প্রত্যেকে একে অপরের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিযোগিতা জুড়ে খেলেছে, তাতে আমি প্রচণ্ড খুশি। দলের স্টাফদেরও ধন্যবাদ।" 

মেয়েদের এই দলের কোচ নুশিন আল খাদির, যিনি ২০০৫ বিশ্বকাপ খেলেছেন মিতালি, ঝুলনদের সঙ্গে। সে বার বিশ্বকাপ পাননি। এ বার কোচ হিসাবে বিশ্বকাপের স্বাদ পেলেন। নুশিন বললেন, "অনেক দিন ধরে এই দিনটা জন্যে অপেক্ষা করছিলাম। আমাদের দলে কতটা গভীরতা রয়েছে সেটা প্রমাণ করে দিল এই ট্রফি।"

You might also like!