Game

1 year ago

East Bengal Club : ইস্টবেঙ্গলের বৈঠকের আগেই শহরে গাম্বাউ

East Bengal
East Bengal

 

কলকাতা, ২৫ মার্চ : শনিবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন ইনভেস্টর কর্তারা। একপ্রকার দ্বিতীয় দফার বোর্ড মিটিং বলা চলে। নতুন মরসুমের কোচ নিয়োগ আর দলগঠন নিয়েই হবে এই বৈঠক। শনিবারের মিটিংয়ের আগেই শহরে এসে গিয়েছেন প্রাক্তন ওডিশা কোচ জোসেফ গাম্বাউ। সামনের মরসুমে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে তিনিই। আসন্ন সুপার কাপ পর্যন্ত ইস্টবেঙ্গলের দায়িত্ব রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। টুর্নামেন্ট শেষেই যে দল থেকে বাদ পড়বেন তিনি। সেকথা এখন সকলেরই জানা। পূর্বে সেই সম্পর্কিত ইঙ্গিত মিললেও গত ২৩ তারিখ লগ্নিকারী সংস্থার সঙ্গে ক্লাব কর্তাদের বৈঠকের পর ঠিক এমনই সিদ্ধান্ত উঠে এসেছে। তাই আসন্ন সুপার কাপে দল যেমনই খেলুক স্টিফেনের বিদায় নিশ্চিত। কিন্তু প্রশ্ন হল, আগামী মরশুমের জন্য কার হতে উঠবে লাল-হলুদের দায়িত্ব? সেই নিয়ে বিগত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে উঠেছে ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে।


জানা যাচ্ছিল, আগামী মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলাতে পারেন ওডিশা এফসির প্রাক্তন কোচ জোসেফ গাম্বাউ । যার দৌলতে নক আউট পর্ব খেলেছে ওডিশা। কিন্তু শুরু থেকেই গাম্বাউকে না পসন্দ সাবেক ক্লাব কর্তাদের। গত কয়েকদিন আগে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে ইমামি ডিরেক্টরদের কাছে যে চিঠি পাঠানো হয়েছিল তাতে খেলোয়াড়দের পাশাপাশি আগামী মরশুমের জন্য বেশ কয়েকজন কোচের কথাও উল্লেখ করা হয়েছিল। যার মধ্যে ছিল অ্যান্তোনিও লোপেজ হাবাস, সার্জিও লোবেরার মতো হাইপ্রোফাইল নাম।


তবে জোসেফ গাম্বাউয়ের সাথেই নাকি কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়েছিল ইমামি ম্যানেজমেন্ট। এবার সেই নিয়েই সম্ভাবনা আরও জোড়াল হল। গত ২৩ তারিখের পর আজ ফের বৈঠকে বসছে ইনভেস্টর ও ক্লাব কর্তারা। আগামী মরশুমের জন্য কেমন দল সাজানো হবে এবং কোচের দায়িত্বেই বা কে থাকবেন, তা নিয়ে আজ আলোচনা হওয়ার কথা। কিন্তু তার আগেই গতকাল রাতে শহরে এসে পৌঁছেছেন প্রাক্তন ওডিশা কোচ জোসেফ গাম্বাউ। গত বছর ওড়িশার কোচ ছিলেন। ২০০৩-২০০৯ সাল পর্যন্ত বার্সেলোনার যুব দলে কোচিং করিয়েছেন স্প্যানিশ কোচ। ২ বছরের চুক্তিতে ওডিশার কোচের দায়িত্ব নিলেও, আইএসএলের পরই তাঁকে ছেঁটে ফেলে ওডিশা । শনিবারের বৈঠকে গম্বাউয়ের নাম ঘোষণা করলে অবাক হওয়ার থাকবে না।

You might also like!