Game

10 months ago

England ECB supports India despite money disparity: অর্থের বৈষম্য থাকা সত্বেও ভারতকে সমর্থন জানাচ্ছে ইংল্যান্ড ইসিবি

England ECB
England ECB

 

লন্ডন, ২ জুন: আগামী চার বছরে আইসিসি যে আয় করবে তার প্রায় ৪০ ভাগ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। ২০২৪-২৭ চক্রের প্রস্তাবিত মডেলে ভারত যা পাবে, তার ধারেকাছে নেই অন্য বোর্ডগুলো। এই নিয়ে ইতিমধ্যে অনেক পূর্ণ সদস্য বোর্ড অসন্তোষ প্রকাশ করেছে। কিন্তু বোর্ডগুলো অসন্তোষ প্রকাশ করলেও ভারতকে সমর্থন দিচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ভারতকে সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্টকে গোল্ড বলেছেন, ‘বুঝতে পারছি আর্থিক বৈষম্য হচ্ছে। কিন্তু এরপরও বুঝি যে, ভারত কতটা গুরুত্বপূর্ণ। কারণ, তাদের ছাড়া আমরা এমন রাজস্ব আয় করতে পারতাম না।’

বৈষম্য থাকার পর এই বৈষম্যকে ন্যায্য বলে দাবি করেছেন গোল্ড। নিজের দাবিকে যুক্তি দিয়ে তিনি বলেছেন, ‘মূল্যটা কোথায় তৈরি হয় সেটা দেখলে বুঝতে পারবেন এটি ন্যায্যই হয়েছে। হয়তো এখানে-সেখানে কিছুটা পার্থক্য থাকবে। তবে ভারতের দাপুটে অবস্থানের কারণ হচ্ছে, তাদের লভ্যাংশ এনে দেওয়া ও খেলাকে এগিয়ে নেওয়ার সামর্থ্য। তাদের ১৪০ কোটি মানুষ, একটা খেলা, ১০টি (আইপিএল) ও একটি আন্তর্জাতিক দল আছে।'


You might also like!