বার্সিলোনা, ১০ ডিসেম্বর : নতুন রূপের কাম্প নউয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলতে নেমে রাঙাল বার্সিলোনা। মঙ্গলবার তারা জিতল ২-১ গোলে ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে। ক্লাব ব্রুজের সঙ্গে ৩-৩ ড্রয়ের পর চেলসির বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর জয়ে ফিরলো তারা।
শুরুতে গোল হজমের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল বার্সিলোনা। বিরতির পর তিন মিনিটের মধ্যে ফ্রাঙ্কফুর্টের জালে দুইবার বল পাঠালেন জুল কুন্দে। ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য ছিল বার্সিলোনার। প্রায় ৭৬ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৯ শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে তারা। ফ্রাঙ্কফুর্টের ৬ শটের ৪টি লক্ষ্যে ছিল।
প্রাথমিক পর্বে ৬ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে আরও চার দলের সমান ১০ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে বার্সিলোনা। চতুর্থ হারের স্বাদ পাওয়া ফ্রাঙ্কফুর্ট ৪ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে আছে।
