Game

5 hours ago

WTC Final 2025 Squad: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

Cameron Green
Cameron Green

 

সিডনি, ১৩ মে : আগামী ১১ জুন লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ফাইনালের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৫ সদস্যের অস্ট্রেলিয়ার দলকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। এদিকে ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। আর বর্ডার-গাভাস্কার ট্রফিতে ওপেনিংয়ে ভালো খেলা অজি ব্যাটসম্যান স্যাম কনস্টাসও ফাইনালের স্কোয়াডে জায়গা পেয়েছেন। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন বর্ডার-গাভাস্কার ট্রফিতে টেস্টে অভিষেক হওয়া বিউ ওয়েবস্টারও।ধারাবাহিক বাজে পারফরমেন্সের জন্য ফাইনালের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ।এছাড়া অস্ট্রেলিয়ার স্কোয়াডে রয়েছেন নিয়মিত খেলা হেড, খাজা, স্মিথ, কামিন্স, স্টার্ক, বোলান্ড, লায়নরা।

অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্যাটস, ম্যাট কুহনেম্যান, মারনাস লাবুশেন, নাথান লায়ন, বিউ ওয়েবস্টার।

You might also like!