দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার পালন করা হয় মঙ্গল চণ্ডী ব্রত। পুরোহিতের মাধ্যমেই এই ব্রত করার নিয়ম। পুরোহিতের দানে সাধ্যমত দক্ষিণা, আম, সুপুরি, কাঁঠাল, কলা ইত্যাদি দিতে হয়। পুরোহিতকে ফলার খাইয়ে সেই ফলারের অর্ধাংশ অর্ধাংশ ব্রতী নিজে খেয়ে দিন কাটাতে হবে। ব্রত শেষে ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হবে।
ব্রতের উপকরণ- সতেরোটি সুপুরি, ধান, দুর্বা, ফুল, পাকা আম, পৈতে কাঁঠাল ইত্যাদি।
ব্রতের ফল- যে রমণী এই ব্রত পালন করে, তার কখনও জলে ডুবে মরা, অগ্নিতে দগ্ধ হওয়া, অস্ত্রাগাতে হত হওয়া প্রভৃতি ঘটে না, এবং সে হারানো বস্তু অবশ্যই ফিরে পাবে।