Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Entertainment

2 months ago

Air India plane crash: ‘শূন্য! বাকরুদ্ধ!’ — বিমান দুর্ঘটনায় স্বজন হারানোদের পাশে অমিতাভ, ব্লগপোস্টে শোক ও প্রার্থনা!

Amitabh Bachchan penned a heartfelt note on his blog
Amitabh Bachchan penned a heartfelt note on his blog

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। বৃহস্পতিবার, ১২ জুন, ২৪২ জন যাত্রী নিয়ে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭ বোয়িং বিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। প্রাণহানির পাশাপাশি বহু পরিবার চিরতরে হারিয়েছে তাদের প্রিয়জনকে। সেই মর্মান্তিক ঘটনার অভিঘাতে মুষড়ে পড়েছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও। বিমান দুর্ঘটনার ২৪ ঘন্টা পর শোকপ্রকাশ অমিতাভ বচ্চনের। শুক্রবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন শাহেনশা। সেখানে লেখেন, ‘হে ভগবান! হে ভগবান! হে ভগবান! বাকরুদ্ধ! শূন্য! হে ঈশ্বর! দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য মন থেকে প্রার্থনা করছি।’

ঠিক কী লিখেছেন বিগ বি? তাঁর ব্লগে প্রথমেই উড়ান দুর্ঘটনার উল্লেখ। অমিতাভের পোস্টের মর্মার্থ, “এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় অত্যন্ত শোকাহত এবং ভীষণ অনুশোচনায হচ্ছে। আমাদের সহনাগরিকদের মৃত্যুতে গোটা দেশের প্রতি সমবেদনা রইল। আমাদের এই শোক যেন সংহতিতে পরিণত হয়। স্বচ্ছ তদন্ত হোক।  অর্থপূর্ণ পদক্ষেপ করা হোক এবং এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া হোক।” এরপরই ব্যক্তিগত শোকের কথা বলেছেন বিগ বি। সেখানে লেখা- আর আজকের সকালটা আমার এবং পরিবারের জন্য আরেকটি ধাক্কা। শোকে মূহ্যমান আমরা। আমার এক অত্যন্ত প্রিয় বন্ধু তার ছেলেকে হারিয়েছেন। তরতাজা একটা প্রাণ। এত  উদ্যমী। আর এতটা আকস্মিক…! আমার বন্ধু এবং আমাদের পরিবারের জন্য এই যন্ত্রণা, এই শোক অকল্পনীয়। কিছুতেই বিশ্বাস হচ্ছে না এমন কোনও ঘটনা ঘটেছে। এই কঠিন সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনও উপায় নেই। নিকটাত্মীয়ের এহেন ভয়ানক ক্ষতি সহ্য করার জন্য ঈশ্বর আমাদের শক্তি প্রদান  করুন। ব্লগ পোস্টের পাশাপাশি এক্স হ্যান্ডেলেও হনিমানের ছবি পোস্ট করে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন অমিতাভ বচ্চন। যদিও কারও নাম তিনি নেননি, তবে একাংশের অনুমান, তাঁর এই লেখনী প্রয়াত সঞ্জয় কাপুরের জন্যই। কারণ বচ্চনকন্যা শ্বেতা নন্দার শ্বশুরবাড়ির সঙ্গে কাপুর পরিবারের আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

বিগ বি’র ব্লগপোস্টে ফুটে উঠেছে, কতটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। আহমেদাবাদের আকাশে যেন শুধুই কান্নার সুর। আর তাতে মিশে গেছে অমিতাভের অশ্রুভেজা শব্দ। দেশের নানা প্রান্ত থেকে যেমন শোকবার্তা আসছে, তেমনই অমিতাভ বচ্চনের মতো বর্ষীয়ান ব্যক্তিত্বের আবেগঘন প্রতিক্রিয়া আরও  একবার মনে করিয়ে দিচ্ছে—এ দুর্ঘটনা শুধু সংখ্যার হিসাব নয়, এটি এক গভীর মানবিক বিপর্যয়, যার ছায়া দীর্ঘদিন থেকে যাবে মানুষের মননে।

You might also like!