Entertainment

3 months ago

Kalki 2898 AD Box Office:‘কল্কি’–ঝড় চলছেই, ২০ দিনে কত আয় করল সিনেমাটি

Kalki 2898 AD Box Office
Kalki 2898 AD Box Office

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগত ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই রীতিমতো ঝড় তুলেছে নাগ অশ্বিনের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। ছবিটি মুক্তির ২০ দিন পার হয়েছে। এর মধ্যেই আয়ের নতুন রেকর্ড গড়েছে ‘কল্কি’।গতকাল মঙ্গলবার ছিল ‘কল্কি’ মুক্তির ২০তম দিন। বক্স অফিস সূত্রগুলো জানিয়েছে, ২০ দিনে সিনেমাটি ভারত থেকে ৫৮৯ কোটি রুপি আয় করেছে।

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করেছে প্রথম দিন। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে কেবল তেলেগু সংস্করণ থেকেই। হিন্দি সংস্করণে ছবিটি ২৪ কোটি রুপি আয় করেছে।

মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি ৪১৪ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন।ছবিতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি প্রমুখ। ছবিতে ম্রুণাল ঠাকুর, দুলকার সালমান, বিজয় দেবেরাকোন্ডা, এস এস রাজামৌলি ও রাম গোপাল ভার্মাকে অতিথি চরিত্রে দেখা গিয়েছে।

You might also like!