Country

2 days ago

Mansukh L. Mandaviya: যুবসমাজই দেশের ভবিষ্যৎ,মনসুখ মান্ডভিয়া

Mansukh L. Mandaviya
Mansukh L. Mandaviya

 

পাটনা, ১৩ এপ্রিল : যুবসমাজই দেশের ভবিষ্যৎ। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। রবিবার বিহারের রাজধানী পাটনায় আয়োজিত ‘জয় ভীম পদযাত্রা’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, "যুবসমাজই দেশের ভবিষ্যৎ। ডঃ বিআর আম্বেদকর সংবিধান দিয়েছেন এবং এর মাধ্যমে দেশের জনগণকে সমান অধিকার দিয়েছেন। যুবসমাজকে এই অধিকারগুলি নিয়ে এগিয়ে যেতে হবে, সংবিধানকে সম্মান করতে হবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করতে হবে।"

ডঃ বি.আর. আম্বেদকরের উত্তরাধিকারকে সম্মান জানাতে ১০,০০০ মাই ভারত যুব স্বেচ্ছাসেবকের সাথে 'জয় ভীম পদযাত্রা'-তে অংশগ্রহণের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী মাসুখ মান্ডভিয়া বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী ২০৪৭ সালে, যখন দেশ স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, তখন বিকশিত ভারত প্রতিষ্ঠার সংকল্প নিয়েছেন। এই পদযাত্রাটি এমনভাবে আয়োজন করা হয়েছে যাতে কোটি কোটি যুবক এই সংকল্পের অংশ হন।" উল্লেখ্য, এদিন জয় ভীম পদযাত্রায় অংশ নেওয়ার প্রাক্কালে, ভারতীয় সংবিধানের প্রণেতা আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মনসুখ।

You might also like!