
কাংড়া, ২৬ নভেম্বর : পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ এখন দুর্নীতি, অনুপ্রবেশ ও অপরাধে জর্জরিত। বুধবার সকালে হিমাচল প্রদেশের কাংড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ বলেন, "জনগণ তাঁদের ক্ষমতা থেকে উৎখাত করতে প্রস্তুত।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের নিন্দা করে অনুরাগ বলেন, "আসন্ন নির্বাচনে পরাজয়ের আগে এই বক্তব্যকে হতাশা হিসেবে দেখা যেতে পারে। বাংলা এখন দুর্নীতি, অনুপ্রবেশ এবং অপরাধে জর্জরিত। আমরা তৃণমূলের নেতাদের কাছ থেকে এই ধরনের মন্তব্য ছাড়া আর কিছুই আশা করতে পারি না। রাহুল গান্ধীর অভিযোগ সত্ত্বেও, এনডিএ বিহারে জনাদেশ নিশ্চিত করেছে এবং এখন বাংলার পালা।"
