নয়াদিল্লি, ৬ ডিসেম্বর : মহাপরিনির্বাণ দিবসে ভারতীয় সংবিধানের প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল গোটা দেশ। ৬৯-তম মহাপরিনির্বাণ দিবসে, শুক্রবার সকালে আম্বেদকরকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ।
এছাড়াও সংসদ ভবনের লনে বাবাসাহেবের মূর্তিতে পুষ্পার্ঘ্য করেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সভাপতি মলিকার্জুন খাড়গে, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ।