Country

4 hours ago

Road Accident: তামারহাটে সড়ক দুৰ্ঘটনায় আহত তিন

road accident in Tamarhat
road accident in Tamarhat

 

ধুবড়ি (অসম), ৮ জুলাই  : ধুবড়ি জেলার অন্তর্গত তামারহাটে এক সড়ক দুৰ্ঘটনা গুরুতরভাবে আহত হয়েছে তিনজন। ঘটনা গতকাল সোমবার রাতে তামারহাটের হাতিধুরায় ১২৭ (বি) জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। গ্ৰাহামপুর থেকে তামারহাটগামী দুরন্ত এএস ১৬ এম ৩৮৮৯ নম্বরের একটি মটর বাইক পথচারী জনৈক হালিম আনসারিকে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় বাইকের দুই আরোহী যথাক্ৰমে সেমসাং মুৰ্মু ও নোসমাইল মুৰ্মু এবং পথচারী রাস্তায় পড়ে যান। ঘায়েল তিনজনকে নিয়ে যাওয়া হয় তামারহাট প্ৰাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তাঁদের মধ্যে দুজনে অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

You might also like!