Country

1 week ago

Weather update in Himachal Pradesh: এবার 'উষ্ণতম' শীতের পূর্বাভাস হিমাচলে, শৈত্যপ্রবাহের দিনও থাকবে তুলনায় কম

Himachal Pradesh weather
Himachal Pradesh weather

 

শিমলা, ৫ ডিসেম্বর : এই বছর শুষ্ক নভেম্বর কাটিয়েছে হিমাচল প্রদেশ, জাঁকিয়ে শীতের এখনও সেভাবে দেখা নেই। এমতাবস্থায় হিমাচল প্রদেশের আবহাওয়া দফতর জানিয়েছে, এই বছর হিমাচল প্রদেশে উষ্ণ শীতের অভিজ্ঞতা হতে পারে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহের দিন ১০-২০ শতাংশ কম হবে বলে আশা করা হচ্ছে৷

আবহাওয়া দফতর জানিয়েছে, শিমলা, সোলান, সিরমাউর, বিলাসপুর, মান্ডি এবং কুল্লু জেলা নিয়ে গঠিত দক্ষিণ-পূর্ব হিমাচল প্রদেশের কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে মনে করা হচ্ছে। এছাড়াও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশে গড় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনাও রয়েছে।

You might also like!