হাপুর, ২৭ এপ্রিল : নভেম্বরের মধ্যেই গঙ্গা এক্সপ্রেসওয়ের কাজ শেষ করা লক্ষ্য, রবিবার পরিদর্শনের পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার হাপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, "এটি দেশের দীর্ঘতম এক্সপ্রেসওয়ের মধ্যে একটি, গঙ্গা এক্সপ্রেসওয়ের সম্পূর্ণ কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। এটি যে কোনও যুদ্ধবিমান অথবা বাণিজ্যিক বিমান অবতরণের ক্ষমতা রাখে।"