Country

2 days ago

Ritlal surrenders in Danapur court: দানাপুর আদালতে আত্মসমর্পণ রিতলালের, সহযোগীদেরও বশ্যতাস্বীকার

Ritlal surrenders in Danapur court
Ritlal surrenders in Danapur court

 

দানাপুর, ১৭ এপ্রিল : বিহারের দানাপুরের আরজেডি বিধায়ক রিতলাল যাদব বৃহস্পতিবার দানাপুর আদালতে আত্মসমর্পণ করেছে। এছাড়াও তার সহযোগী চিক্কু যাদব, পিঙ্কু যাদব, শ্রবণ যাদব এবং অন্যান্যরাও আত্মসমর্পণ করেছে। রিতলাল যাদব এবং তার সহযোগীদের বিরুদ্ধে নথি জাল করা, তোলাবাজি এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।

গত ১১ এপ্রিল রিতলালের সঙ্গে সম্পর্কিত ১১টি স্থানে তল্লাশি চালায় পুলিশ। সেই তল্লাশিতে প্রায় ১০.৫ লক্ষ টাকা, ৭৭.৫ লক্ষ টাকার ফাঁকা চেক, জমি দখলের ইঙ্গিত দেয় এমন ১৪টি দলিল এবং চুক্তি, ১৭টি চেকবই এবং পাঁচটি স্ট্যাম্প, ৬টি পেন ড্রাইভ এবং ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

আইনজীবী সফদার হায়াত বলেছেন, "কোনও এক নির্মাতা তার বিরুদ্ধে তোলাবাজির মিথ্যা অভিযোগ এনেছিলেন। পুলিশও একই মামলায় তাকে খুঁজছিল। পুলিশ তাকে খুঁজছিল বলে জানার সঙ্গে সঙ্গেই তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন, অভিযুক্তদের সঙ্গে। জামিনের আবেদন এখনও দায়ের করা হয়নি। সম্ভবত আমরা দু-এক দিনের মধ্যে এটি দায়ের করব। বিষয়টি মিথ্যা। এটি কোনও তোলাবাজির মামলা হতে পারে না। বিধায়ক রিতলাল যাদব, পিঙ্কু যাদব, চিক্কু এবং শ্রবণ সহ বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছেন।"


You might also like!